হাড়োয়ায় সিপিএম রাজ্য সম্পাদক। ছবি: নির্মল বসু।
চতুর্থ দফা ভোটে বর্ধমানের বিভিন্ন এলাকা, নদিয়ায় শাসক দলের দাপট রুখতে সঙ্ঘবদ্ধ হতে দেখা গিয়েছে মানুষকে। কিছু ক্ষেত্রে পাল্টা ঘুরে দাঁড়ানোরও ইঙ্গিত মিলেছে। সোমবার পঞ্চম দফার ভোট উত্তর ২৪ পরগনায়। তার আগে শুক্রবার এই জেলার হাড়োয়ায় ভোটের প্রচারে এসে সেই ঘুরে দাঁড়ানোর বার্তাই নতুন করে দিয়ে গেলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বললেন, ‘‘নির্বাচন কমিশনের দয়ায় কিংবা কেন্দ্রীয় বাহিনীর তাগদের উপরে নির্ভর করে নয়, মানুষের জোটের শক্তির উপরে নির্ভর করে লড়তে হবে।’’
জোটের আবহেও কলকাতার ভোটে কিছু বুথে বামেরা এজেন্ট দিতে পারেনি। যা নিয়ে বিব্রত আলিমুদ্দিন। সূর্যবাবু এ দিন বলেন, ‘‘কোনও নেতা ঘরে বসে থাকলে চলবে না। পোলিং এজেন্ট না থাকলে নেতারা বুথে বুথে পাহারা দিতে পারেন। না হলে দল করা চলবে না।’’
এ দিন হাড়োয়ার ওই সভায় উপস্থিত ছিলেন হাড়োয়ার সিপিএম প্রার্থী ইমতিয়াজ হোসেন, মিনাখাঁর প্রার্থী দীনবন্ধু মণ্ডল প্রমুখ।