North Bengal

নির্বাচনী প্রশিক্ষণে বরাদ্দ ‘টিফিন’ না পাওয়ায় বিক্ষোভ ভোট কর্মীদের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ০০:২০
Share:

ভোট কর্মীদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও টিফিন না দেওয়ায় প্রশিক্ষণ নিতে এসে বিক্ষোভ দেখালেন ভোট কর্মীরা। মঙ্গলবার কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়ের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ শিবিরে ওই বিক্ষোভ দেখান প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীরা। তাঁদের অভিযোগ, নির্বাচন কমিশনের যে নির্দেশনামা তাঁদের কাছে এসেছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে ভোটকর্মীদের টিফিনের জন্য বরাদ্দ ১৭০ টাকা। অন্য জেলাগুলিতে তা দেওয়াও হচ্ছে। অথচ কোচবিহারের এই প্রশিক্ষণ শিবিরে এক কাপ ‘দুধ ছাড়া চা’ দিয়েই খাওয়ার ব্যাপারে ইতি টানা হয়েছে বলে অভিযোগ ভোট কর্মীদের। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন বা তার আগে এবং পরে তাঁদের কিছুই খেতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ভোটকর্মীরা। বিষয়টি নিয়ে কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। প্রশিক্ষণ নিতে আসা এক কর্মী, পার্থ সরকারের অভিযোগ, ‘‘এই নিয়ে ২দিন আমরা প্রশিক্ষণ শিবিরে এসেছি। প্রথম দিন শুধু লাল চা পেয়েছি। আর আজ কোনও রকম টিফিন দেওয়া হয়নি। অথচ আমাদের অর্ডার কপিতে ১৭০ টাকা টিফিন বাবদ বরাদ্দের কথা উল্লেখ রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশন ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নিক, এটাই আমাদের আবেদন।’’ প্রশিক্ষণ নিতে আসা এক শিক্ষক বলেন, ‘‘আমাদের যেহেতু টিফিন দেওয়া হয়নি, তাই তার জন্য বরাদ্দ টাকা আমাদের দেওয়া হোক। না হলে আমরা বিক্ষোভ দেখিয়ে যাব।’’ তবে এ বিষয়ে প্রশাসনের বক্তব্য জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement