শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কে বিজেপি সভাপতি

এর আগে প্রশ্ন উঠেছিল বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এ বার বিতর্ক দেখা দিল তাদের বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে! দুই ক্ষেত্রেই বিতর্কের উৎস ভোট প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনে তাঁদের জমা দেওয়া হলফনামা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০২:৪১
Share:

এর আগে প্রশ্ন উঠেছিল বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এ বার বিতর্ক দেখা দিল তাদের বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে! দুই ক্ষেত্রেই বিতর্কের উৎস ভোট প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনে তাঁদের জমা দেওয়া হলফনামা।

Advertisement

এ বার বিধানসভা ভোটে খড়্গপুর সদর কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হয়েছেন দিলীপবাবু। নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের হলফনামায় শিক্ষাগত যোগ্যতার অংশে দিলীপবাবু লিখেছেন, ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে তিনি ডিপ্লোমা করেছেন। প্রশ্ন উঠেছে সেখানেই। কারণ ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ নামে কোনও কলেজ নেই। ঝাড়গ্রামে যে পলিটেকনিক কলেজটি রয়েছে, তার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক। উপরন্তু, কোন বছর দিলীপবাবু ডিপ্লোমা পেয়েছেন, তা-ও হলফনামায় তিনি লেখেননি। অথচ, হলফনামায় স্পষ্ট লেখা রয়েছে, ডিগ্রি বা ডিপ্লোমা শেষ করার সাল প্রার্থীকে জানাতে হবে। বিজেপি-র একাংশের দাবি, ঝাড়গ্রামের ঘোড়াধরায় যে আইটিআই রয়েছে, দিলীপবাবু আসলে সেখানকার ছাত্র ছিলেন। এই প্রেক্ষিতেই বিতর্ক দেখা দিয়েছে বিজেপি-র রাজ্য সভাপতি তথা খড়্গপুর সদরের প্রার্থীকে নিয়ে। প্রসঙ্গত, এর আগে ‘দেশপ্রেম’ প্রশ্নে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকদের কটূক্তি করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি।

ভুল যে একটা হয়েছে, সেটা দিলীপবাবুও মেনে নিয়েছেন। তাঁর বক্তব্য, ‘‘ঝাড়গ্রামের সেবায়তনে যে পলিটেকনিক কলেজ রয়েছে, আমি সেটাই বোঝাতে চেয়েছি।’’ কিন্তু সেটার নাম তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক! দিলীপবাবুর জবাব, ‘‘হ্যাঁ ওটাই। ওরা (যাঁরা দিলীপবাবুর হয়ে হলফনামা লিখে দিয়েছেন) ও রকম লিখেছে!’’ তা হলে কোন বছর তিনি সেখান থেকে ডিপ্লোমা পেয়েছিলেন, তা লেখেননি কেন? দিলীপবাবু বলেন, ‘‘আমার সার্টিফিকেটগুলো হারিয়ে গিয়েছে। তাই ওটা লিখিনি।’’

Advertisement

খড়্গপুরের মহকুমাশাসক তথা খড়্গপুর সদরের রিটার্নিং অফিসার সঞ্জয় ভট্টাচার্য বলেন, ‘‘প্রার্থীদের মনোনয়নপত্রের কিছু তথ্য, যেমন, তিনি তফসিলি জাতি বা উপজাতি ভুক্ত কি না, আমরা দেখে নিই। কিন্তু নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যের সত্যাসত্য যাচাই করার দায়িত্ব রিটার্নিং অফিসারের নয়।’’

দিলীপবাবুর হলফনামা নিয়ে বিতর্ক যা-ই থাক, তাঁর হাত ধরেই বৃহস্পতিবার বিজেপি-তে যোগ দিয়েছেন টলিউডের এক ফিল্ম প্রোডিউসার সত্রাজিৎ সেন। দিলীপবাবু এ দিন কলকাতায় দলের রাজ্য দফতরে তাঁকে যোগদান করিয়ে জানান, আজ, শুক্রবার তাঁদের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশিত হবে। সেখানে সত্রাজিৎবাবুর নাম থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement