Derek O'Brien

WB Election 2021: ‘শুভেন্দু-রাজীব-বাবুল হারছেন, ক্ষমতায় ফিরছি আমরাই’, চার দফার ভোট শেষে দাবি ডেরেকের

ডেরেক বলেন, ‘‘আমাদের রাজ্যে আট দফার মধ্যে চার দফা আজ শেষ হয়ে গেল। খেলা হবে, কিন্তু খেলা এখনও হবে। কার্যত এটা হাফ টাইম।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ২২:৩২
Share:

ডেরেক ও'ব্রায়েন।

চতুর্থ দফার ভোট শেষ হতেই তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন দাবি করলেন, রাজ্যে ক্ষমতায় তৃণমূলই আসছে। শুধু তাই নয়, ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ওঁরা হারছেন বলেও দাবি করেছেন তিনি। শনিবার চতুর্থ দফার ভোট শেষে এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘‘আমাদের রাজ্যে আট দফার মধ্যে চার দফা আজ শেষ হয়ে গেল। খেলা হবে, কিন্তু খেলা এখনও হবে। কার্যত এটা হাফ টাইম। আমরা আত্মবিশ্বাসী, আমরা ক্ষমতায় ফিরছিই। আমরা বাংলায় জিতছিই।’’

Advertisement

এর পরেই ডেরেক আক্রমণ শানিয়েছেন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রীর উদ্দেশে। নাম না করে শুভেন্দু-রাজীবকে নিয়ে তাঁর মন্তব্য, ‘‘দুই দলবদলু মন্ত্রী, যাঁরা বিজেপি-তে যোগদান করেছিলেন, এক জন নন্দীগ্রাম থেকে লড়াই করছিলেন, অন্য জন লড়াই করছিলেন ডোমজুড় থেকে। তাঁরা দু’জনেই পরাজিত হচ্ছেন।’’ নাম না করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সু্প্রিয়কেও আক্রমণ করেন ডেরেক। তাঁর কথায়, ‘‘এক জন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী টালিগঞ্জ থেকে প্রার্থী হয়েছেন বিধানসভা নির্বাচনে। তিনিও পরাজিত হচ্ছেন।’’

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে একযোগে আক্রমণ করে ডেরেক বলেছেন, ‘‘মোদী-শাহ দুজনেই ভাবেন, অর্থ দিয়ে সব কিছু কেনা যায়। ক্ষমতা দিয়ে সব কিছু অর্জন করা যায়। কিন্তু অর্থ দিয়ে মুখের হাসি কেনা যায় না। বাংলা মমতাদিকে ভালবাসে।’’

Advertisement

ডেরেকের এই ভিডিয়ো বার্তাকে কটাক্ষ করেছে বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement