Locket chatterjee

WB Election: লকেট নিজেই নিজের গাড়ির কাচ ভেঙেছেন, ভিডিয়ো দেখিয়ে দাবি করল তৃণমূল

তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলনে ভিডিয়ো দেখিয়ে দোলা সেন দাবি করেন, ‘‘চুঁচুড়ায় গাড়ির কাচ ভিতর থেকে ভাঙা হয়েছে, তাই মন্তব্য নিষ্প্রয়োজন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২১ ১৫:২৫
Share:

নিজস্ব চিত্র।

হুগলির সাংসদ তথা চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নিজেই তাঁর গাড়ি ভেঙেছেন। তৃণমূল ভবনে ঘটনার ভিডিয়ো ফুটেজ দেখিয়ে শনিবার এমন দাবিই করলেন তৃণমূল নেতৃত্ব। লকেট দাবি করেছিলেন, বিজেপি কর্মীদের পাশাপাশি তাঁকে লক্ষ্য করেও ইট-পাথর ছোড়েন তৃণমূল কর্মী-সমর্থকেরা। আর তাতেই তাঁর গাড়ির কাচ ভেঙে যায়। তৃণমূল ভিডিয়ো ফুটেজ দেখিয়ে পাল্টা অভিযোগ করেছে, গাড়ির কাচ ভিতর থেকেই ভাঙা হয়েছিল। আনন্দবাজার ডিজিটাল যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করে দেখেনি।

Advertisement

শনিবার রাজ্যের ৪৪ আসনে চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে। তার মধ্যে হুগলির চুঁচুড়াও রয়েছে। লকেটের অভিযোগ, শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ চুঁচুড়া বিধানসভার ৬৬ নং বুথে তৃণমূলের মহিলা কর্মীরা ছাপ্পা ভোট দিচ্ছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত বুথে পৌঁছন। লকেটের দাবি, ওই বুথে গিয়ে তিনি ইভিএমের পাশে তৃণমূলের এক মহিলা কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখেন। বিজেপি-র দাবি, তাঁকে হাতেনাতে ধরতেই লকেটকে ঘেরাও করে ফেলেন স্থানীয় তৃণমূলের কর্মী-সমর্থকরা। এমনকি দলের কর্মীদের সঙ্গে লকেটকে লক্ষ্য করেও ইট-পাথর ছোড়া হয়। সেই ইটের ঘায়েই লকেটের গাড়ির কাচ ভেঙে যায় বলেই অভিযোগ।

দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও রাজ্যসভার সাংসদ দোলা সেন। সেখানে তাঁরা একটি ভিডিয়ো দেখান। ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, তৃণমূল কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর ধ্বস্তাধস্তির সময় গাড়ির কাচটি ভেঙে যায়। গাড়ির কাচ ভিতর থেকে ভাঙা হলেই সেটা সম্ভব। ওই ভিডিয়ো দেখিয়ে দোলার দাবি, ‘‘চুঁচুড়ায় গাড়ির কাচ ভিতর থেকে ভাঙা হয়েছে, তাই মন্তব্য নিষ্প্রয়োজন।’’

Advertisement

একই অভিযোগ করেছেন চুঁচুড়ার বিদায়ী তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘লকেট নিজের দলের লোককে দিয়েই এ সব করাচ্ছেন। নাটক করছেন। উনি জানেন হেরে যাবেন। সেটা বুঝতে পেরেছেন বলেই এ ভাবে সিন ক্রিয়েট করছেন।’’

তৃণমূলের ভিডিয়ো প্রসঙ্গে যদিও লকেট বলেন, ‘‘অবিলম্বে তদন্ত শুরু হোক। তদন্তই দেখিয়ে দেবে, কোনটা ঠিক কোনটা ভুল ভিডিয়ো।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement