West Bengal Assembly Election 2021

WB Election: ভাঙচুর- লুঠপাট-বোমা, সাঁইথিয়ার গ্রামে একে অপরের বিরুদ্ধে অভিযোগ বিজেপি-তৃণমূলের

তৃণমূলের অভিযোগ, আগামী ২৯ এপ্রিল সাঁইথিয়ায় ভোটের আগে দলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৭:১৭
Share:

বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর। —নিজস্ব চিত্র।

সিউড়ির ডোমাইপুর গ্রামে এক বিজেপি নেতা-সহ ৭-৮ জনের বাড়িতে ভাঙচুর- লুঠপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি-র অভিযোগ, সাঁইথিয়ার প্রার্থী প্রিয়া সাহার ভোটপ্রচার বানচাল করার জন্যই এই হামলা চালিয়েছে তৃণমূল। অন্য দিকে, বনশঙ্কা পঞ্চায়েতের ওই গ্রামে এই ঘটনার আগে স্থানীয় এক নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ করেছে তৃণমূল। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত হল সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত সিউড়ি ২ নম্বর ব্লকের বনশঙ্কা পঞ্চায়েতের ডোমাইপুর গ্রাম।

Advertisement

ডোমাইপুর গ্রামের এক বিজেপি নেতা ঘনশ্যাম মাহারার দাবি, শনিবার গ্রামে সাঁইথিয়ার বিজেপি প্রার্থী প্রিয়া সাহার প্রচার কর্মসূচিকে বানচালের জন্য তৃণমূলের অঞ্চল সভাপতি সুরজিৎ ঘোষ এবং হাশেম মোল্লার নেতৃত্বে গুন্ডাবাহিনী এসে ভাঙচুর চালায়। তিনি বলেন, ‘‘গ্রামের ৭-৮টি বাড়িতে ভাঙচুর-লুঠপাট করেছে তৃণমূলের গুন্ডারা। আমার বাড়িতেও ভাঙচুর করেছে। ঘরে ২০ হাজার টাকা, ৪ ভরি সোনা ছিল। তা-ও লুঠ করেছে। অন্তত ২০-২৫ জন মুখে গামছা বেঁধে লুঠপাট চালিয়েছে।’’ তাঁর আরও দাবি, ‘‘বিজেপি করি বলেই ভাঙচুর করেছে তৃণমূলের লোকজন।’’

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। উল্টে দলের দলের বনশঙ্কা অঞ্চল সভাপতি সুরজিৎ ঘোষের বক্তব্য, ‘‘শুক্রবার রাত ১২টা নাগাদ বিজেপি-র দুষ্কৃতীরা এসে বাড়িতে দুটো বোমা ফাটায়। গ্রামে অশান্তির পরিবেশ সৃষ্টি করে। তারই পাল্টা ঘটনা সাজানোর জন্য নিজেদের বাড়িতে ভাঙচুর চালিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে।’’

Advertisement

নীলবাড়ির লড়াইয়ের শেষ দফায় আগামী ২৯ এপ্রিল সাঁইথিয়ায় ভোট। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে দলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। বনশঙ্কা অঞ্চলের তৃণমূলের অবজারভার তথা অবিনাশপুরের দলের সভাপতি রাজু মুখোপাধ্যায়ের দাবি, ‘‘বিজেপি-র দুষ্কৃতীরা নিজেরাই এ সব ভাঙচুর করে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে। যাতে ভোটের আগে তৃণমূলকে কোর্টকাছারি করা যায়। ওদের পায়ের তলায় মাটি সরে গিয়েছে। অবিনাশপুর এবং ডোমাইপুর থেকে কোনও ভোট পাবে না বিজেপি। এই দু’জায়গা থেকে ভোটে ৭ হাজারের লিড নেব আমরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement