সাংবাদিক বৈঠকে সৌগত রায়ের সঙ্গে কৌশানী। নিজস্ব চিত্র
তাঁকে প্রার্থী করায় ‘বহিরাগত’ বিতর্ক এখনও দলের অন্দরে তাজা। তাই নিজের নির্বাচনী কেন্দ্রে পা রেখেই কর্মী-সমর্থকদের ‘মন জয়’ করে নেওয়ার চেষ্টা করলেন কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী তথা টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
কৌশানীকে প্রার্থী করায় ‘ক্ষুব্ধ’ কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের জোড়াফুল শিবিরের একাংশ। ক্ষোভের আঁচ পেয়ে প্রথম দিনেই দক্ষ রাজনীতিকের মতো তা নিরসনের চেষ্টা করলেন কৌশানী। ‘দূরত্ব’ ঘোচানোর বার্তা দিয়ে, মঙ্গলবার কৃষ্ণনগরে এক সাংবাদিক বৈঠকে ওই টলিউড অভিনেত্রীর মন্তব্য, ‘‘যাঁরা আমাকে চেনেন না, জানেন না, আশা করছি, আমার সঙ্গে মিশলে তাঁদের মনোভাব পাল্টে যাবে।’’
এর পরই কৌশানীর কৌশলী মন্তব্য, ‘‘লোকসভা ভোটে কৃষ্ণনগর উত্তরের মানুষ কেন মুখ ফিরিয়ে নিয়েছিল, কোথায় খামতি আছে তা খুঁজে বার করতে মানুষের দরজায় দরজায় যাব। এক জন সাধারণ প্রার্থী হলে মানুষ যে ভাবে তাঁকে পাবেন, আমাকেও ঠিক সেই ভাবেই পাবেন কৃষ্ণনগরবাসী। আমি কৃষ্ণনগরের মানুষের ঘরে ঘরে পৌঁছতে এসেছি। যাঁর যা যা সমস্যা আছে তা সমাধানের চেষ্টা আমি করব।’’