নিজস্ব চিত্র
কে মাত করবে উত্তরবঙ্গ? জলপাইগুড়ি, কোচবিহারে তাই নিয়ে শুরু হয়েছে জুয়া। সূত্রের খবর, অনেকেই বাজি ধরছেন তৃণমূল, বিজেপি ও সংযুক্ত মোর্চাকে নিয়ে। পুলিশ যদিও জানিয়েছে, ভোটের ফল নিয়ে জুয়ার কোনও অভিযোগ এখনও জমা পড়েনি। খবর পেলে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন।
পঞ্চম দফার নির্বাচন শেষ হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর কিছুটা বিশ্রামে রয়েছেন প্রার্থীরা। ভোটের ফল কী হতে পারে, কোথায় কোন প্রার্থী কতটা এগিয়ে থাকবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আর ফলাফল নিয়ে উত্তেজনার পারদ চড়ছে জুয়ার বাজারেও। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্র জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। জলপাইগুড়ি জেলার ৭টি বিধানসভা ও আলিপুরদুয়ার জেলার ৫টি বিধানসভার আসনই আলোচনার কেন্দ্রে রয়েছে। এর মধ্যেও দর চড়ছে মাদারিহাট, ধূপগুড়ি, ডাবগ্রাম ফুলবাড়ি ও রাজগঞ্জ কেন্দ্রের। মাদারিহাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ২০১৬ সালে বিজেপি-র হয়ে জিতেছিলেন।। অন্য দিকে, জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে তৃণমূলের হয়ে জয়ী হন মিতালি রায়। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে লড়ছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী গৌতম দেব। রাজগঞ্জে তৃণমূল নেতা খগেশ্বর রায় প্রার্থী হয়েছেন।
সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, শুধু প্রার্থীদের জয়-পরাজয় নয়, কে মন্ত্রী হবেন, কারা সরকার গড়বে তাই নিয়েও চলছে জুয়া। জুয়ার বাজারে সমানে সমানে লড়াই হচ্ছে তৃণমূল বিজেপি-র। কোথাও জুয়াড়িরা তৃণমূলের জয়ের বিষয়ে বেশি নিশ্চিত, কোথাও তাঁরা ঝুঁকে আছেন বিজেপি-র দিকে। সকাল থেকেই ভোটের অঙ্ক কষা চলছে জোরদার, আর চলছে জুয়ায় বাজি ধরা।
যদিও ভোট নিয়ে জুয়ার বিষয়টি এড়িয়ে গিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা। তিনি বলেছেন, "এটা পুলিশের দেখার বিষয়।’’ জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, ‘‘এই রকম কোনও অভিযোগ এখনও পর্যন্ত পুলিশের কাছে জমা পড়েনি। যদি পুলিশ অভিযোগ পায়, তার পর আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’’