মানসের সঙ্গে অভিষেক। সৌমেশ্বর মণ্ডল
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মানস ভুঁইয়ার মুখে প্রায়ই শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্তুতি। সেই মানসের প্রচারে এসে তাঁকে ‘সবংয়ের ঘরের ছেলে’ বললেন অভিষেক।
শনিবার দাসপুর ও সবংয়ে জনসভা করেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক। শেষে ডেবরায় ছিল তাঁর রোড শো। প্রতিটি কর্মসূচিতে অভিষেকের আক্রমণের প্রধান নিশানা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথাও শুভেন্দু অধিকারী আবার কোথাও ভারতী ঘোষকে অভিষেক কটাক্ষ করেছেন বটে, তবে তা হয় তেমন ঝাঁঝালো নয় না হলে পুরনো কথারই পুনরাবৃত্তি। দলের যে সব প্রার্থীর হয়ে তিনি এ দিন কর্মসূচি করেন তাঁদের মধ্যে মানসের কথাই বেশি শোনা গিয়েছে অভিষেকের মুখে। সবংয়ের চাঁদকুড়ি ইউনিয়ন হাইস্কুল মাঠের সভায় অভিষেক বলেন, ‘‘বাংলা নিজের মেয়েকেই চায় আর সবংয়ে নিজের ছেলেকেই চায়।’’ বিদায়ী বিধায়ক গীতা ভুঁইয়ার জায়গায় তৃণমূল এ বারে প্রার্থী করেছে মানসকে। গত উপনির্বাচনে জয়ের ব্যবধান ড়িয়ে মানসকে জেতানোর আবেদন করে অভিষেক বলেন, ‘‘আগামী দিন মেদিনীপুরের চালকের আসনে যাতে সবং বসে সেটা সুনিশ্চিত করতে হবে। জেলায় এক নম্বরে আসতে হবে।’’
এ দিন বিজেপি ও তাদের কেন্দ্রীয় নেতাদের কালীপুজোর ‘শ্যামাপোকা’ বলে সাংসদ বলেন, ‘‘ভোট হলে এঁদেরকে (বিজেপির কেন্দ্রীয় নেতারা) শুধু দেখা যায়। ওই কালীপুজোর সময় আমরা এক ধরনের পোকা দেখি। শ্যামা পোকা। ঠিক তেমনি ভোট হলেই বিজেপির নেতাদের আগমন হয়।’’ শুভেন্দুকে ফের ‘বিশ্বাসঘাতক’ বলে আক্রমণ করে বলেন, ‘‘শুনে রাখ। তোমার জেদ বহিরাগতদের দিয়ে বাংলা দখল করা। আমার জেদ বহিরাগতদের বাংলা ছাড়া করব।’’
জেলায় অভিষেকের কর্মসূচি এ দিন শুরু হয়েছিল দাসপুর থেকে। দাসপুরের মাটিতে দাঁড়িয়ে সোনার কারিগর বা পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে সে ভাবে কিছু বলেননি অভিষেক। যেটুকু যা বলেছেন তা প্রধানমন্ত্রীকে আক্রমণের সূত্র ধরে। অভিষেক বলেছেন, ‘‘৫০ মিনিট হোয়াটসঅ্যাপ ডাউন থাকলে প্রধানমন্ত্রীর কাছে খবর থাকে। কিন্তু অনাহারে লোক মারা গেলে খবর থাকে না। যখন উত্তরপ্রদেশের মতো রাজ্যে নারীরা ধর্ষিত হয়, লকডাউনে শ’য়ে শ’য়ে লোক মারা যায়, সেই খবর প্রধানমন্ত্রীর কাছে থাকে না। এদের লড়াই তো আসলে ফেসবুক, হোয়াটসঅ্যাপে। আমাদের লড়াই মাঠে-ময়দানে।” দিদি দশ বছরের রিপোর্ট কার্ড দিয়েছে, কিন্তু মোদীজির রিপোর্ট কার্ড কোথায় বলেও প্রশ্ন তোলেন তিনি। ডেবরাতে দলীয় প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে রোড শো করেন অভিষেক। রোড শোয়ের শেষে বক্তব্য রাখতে করতে গিয়ে ডেবরার বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে তোপ দাগেন। অভিষেক বলেন, ‘‘ডেবরাতে যদি বিজেপির প্রার্থী জেতে, তাঁর যা ট্র্যাক রেকর্ড রয়েছে তা হলে রাস্তা, গলি, এমনকি, অ্যাম্বুল্যান্সও বিক্রি করে দেবে।’’