অনুব্রত মণ্ডল।
অনুব্রত রয়েছেন অনুব্রত মণ্ডলেই। নির্বাচন যত এগিয়ে আসছে ততই তীক্ষ্ণ হচ্ছে তাঁর বচন। বিজেপিকে ফের একবার কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। বললেন, প্রার্থী নেই বলেই সাংসদদের প্রার্থী করতে বাধ্য হচ্ছে বিজেপি। সেইসঙ্গে কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে কেষ্টর হুঙ্কার, নির্বাচন কমিশন ২৫টা ক্যামেরা আনলেও তাঁকে আটকাতে পারবে না।
রবিবার বীরভূমের লাভপুরের জামনায় তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহার সমর্থনে জনসভায় যান অনুব্রত। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, “বিজেপি-কে হারাব। গরুকে যেমন পালের মতো ছুটিয়ে নিয়ে যায়, তেমন নিয়ে যাব। খেলা শুরু হয়ে গিয়েছে।”
রবিবার তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থিতালিকা প্রকাশ করেছে বিজেপি। সেই প্রসঙ্গে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন কেষ্ট। বলেন, “এমপিদের দাঁড় করিয়েছে। লোক পাচ্ছে না। গোয়াল ফাঁকা। কেউ থাকতে চাইছে না।”
নির্বাচন কমিশন এবার অনেক আগে থেকেই কড়া হাতে ভোট পরিচালনা করছে। বিভিন্ন জেলায় প্রতিনিধিদের পাঠানো হয়েছে। সেই প্রসঙ্গে অনুব্রতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নির্বাচন কমিশন ১০টা কেন ২৫টা ক্যামেরা আনলেও অনুব্রত মণ্ডলকে আটকাতে পারবে না। যতই ক্যামেরা বাড়াক অনুব্রত মণ্ডলকে থামানো যাবে না।”