—প্রতীকী ছবি।
বোলপুর লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। দলের অন্দরে এ বার প্রশ্ন, বীরভূম লোকসভা আসনে প্রার্থী কে।
এ রাজ্যের ৪২ লোকসভা আসনের মধ্যে ২০টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বোলপুর আসনে মনোনীত প্রার্থী পিয়া সাহা ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। দল সূত্রে খবর, হয়তো দু’তিন দিনের মধ্যেই বীরভূম কেন্দ্রের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষিত হবে। তবে, কার ভাগ্যে শিকে ছেঁড়ে, তা নিয়ে চর্চা চালিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীদের একাংশ।
বিজেপি সূত্রের খবর, একাধিক নাম নিয়ে আলোচনা চলছে। যাঁদের নাম নিয়ে জল্পনা আছে দলে, তাঁদের মধ্যে রয়েছেন বর্তমান বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা, একাধিক প্রাক্তন সভাপতি, এর আগে নির্বাচনে লড়া (লোকসভা ও বিধানসভায়) প্রার্থী, জেলার বাসিন্দা তথা দলের এক রাজ্য নেতা থেকে শুরু করে দুবরাজপুরের বিধায়কও। দল সূত্রে খবর, উৎকন্ঠায় আছেন এমন অনেকে, যাঁরা নিজেদের প্রার্থী হিসাবে দাবিদার মনে করছেন, কিংবা দলের তরফে হওয়া ‘সমীক্ষায়’ চর্চিত ছিলেন এবং উঁচুতলার নেতাদের সঙ্গে ভাল যোগাযোগ রেখে চলছেন।
প্রার্থী হতে চেয়ে নিজেদের ‘বায়োডেটা’ পাঠিয়েছেন এমন দুই নেতার কথায়, ‘‘কী হবে জানি না। তবে, আমাদের মতো অনেকেই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করে আবেদন ও বায়োডেটা দলীয় সংগঠনের পদাধিকারীকে জমা দিয়েছেন।’’ দলের তরফে একাধিক সমীক্ষা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের জনভিত্তি, জনমানসে সেই নেতার ভাবমূর্তি, দলের প্রতি আনুগত্য, সংগঠনের কাজ সহ নানা বিষয়ে।
এখানেই শেষ নয়, কাকে এই কেন্দ্র প্রার্থী হিসাবে দেখতে চান, তা জানতে চেয়ে বিজেপির বিভিন্ন পদাধিকারীর কাছে ফোনও আসছে প্রদেশ ও দিল্লি থেকে। এমন ফোন-প্রাপ্তির কথা স্বীকার করে নিয়েছেন অনেকেই। তাঁদের অন্যতম রামপুরহাট ৪ মণ্ডলের সভাপতি বাবলু সাহা এবং সাধারণ সম্পাদক উপেন দাস বলছেন, ‘‘সম্প্রতি দিল্লি ও রাজ্য থেকে ফোন পেয়েছি। ওঁরা যা জানতে চেয়েছিলেন, সেটা জানিয়েছি।’’
বীরভূম সাংগঠনিক জেলার নেতাদের একাংশ জানাচ্ছেন, দু-তিনটি সম্ভাবনা উঠে আসছে। জেলার এক প্রবীণ ও পুরনো বিজেপি নেতার উপরে ফের আস্থা রাখতে পারে দল। আবার ওবিসি থেকে তরুণ প্রার্থী করা হতে পারে।
পাশাপাশি, এই সম্ভাবনাও থাকছে, এমন কাউকে বাইরে থেকে দেওয়া হতে পারে, যাঁকে নিয়ে কোনও প্রশ্ন তোলার উপায় থাকবে না। আপাতত দলের নেতা-কর্মীদের চোখ পরবর্তী প্রার্থী তালিকার দিকে।