মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।
অসমে বিজেপি-বিরোধী জোটে থাকা সত্ত্বেও লোকসভা ভোটের আগে রাজ্য তৃণমূল ও কংগ্রেসের পারস্পরিক অস্বস্তিই বাড়ছে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমাগত একলা চলার বার্তা দেওয়ার পরে প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের মন্তব্যেও অসমে তৃণমূলের একক প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত মিলেছে। সুস্মিতা বলেছেন, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শীঘ্রই এই ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করবেন।
প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বলেছিলেন, লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’-র শরিক দলগুলি অসমে অতিরিক্ত আসনের দাবি ছেড়ে দিক। ২০২৬-এর বিধানসভা ভোটে তাদের পুষিয়ে দেওয়া হবে। এই মন্তব্যের জবাবে সুস্মিতা বলেন, “২০২৪-এর ভোটের পরে কংগ্রেসের কী অবস্থা হয়, দেখা যাক। ২০২৬ পরের কথা। কংগ্রেসের আগের বারের জেতা কোনও আসন আমরা দাবি করিনি। শুধু যেখানে তাদের জয়ের সম্ভাবনা নেই, সেগুলি শরিকদের বণ্টন করতে বলা হয়েছিল। তা-ও দিতে চাইছে না। এ ভাবে কি জোট হয়?”
এই পরিস্থিতিতে অসমে কংগ্রেসের নেতৃত্বাধীন ১৫টি বিরোধী দলের জোটে শেষ পর্যন্ত তৃণমূল থাকবে কি না, তা নিয়ে রাজ্য নেতৃত্বের অনেকেই অন্ধকারে। অসমের বিরোধী ঐক্য মঞ্চে ভূপেন বরার পরেই তৃণমূলের বর্তমান রাজ্য সভাপতি রিপুণ বরা স্থান পান। সুস্মিতার মন্তব্য প্রসঙ্গে রিপুণ বলেন, “এখনও এ ব্যাপারে কিছুই জানি না। কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবেন, সেই মতোই চলা হবে।”