West Bengal

শ্রমজীবী মহিলাদের স্বার্থ রক্ষার দাবি

রাজ্য বামফ্রন্টের কাছেও এই দাবিপত্র পাঠিয়ে লোকসভা নির্বাচন উপলক্ষে বামফ্রন্টের ঘোষণাপত্রে এই দাবিগুলি যুক্ত করার আবেদন করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ ০৫:১৫
Share:

—প্রতীকী ছবি।

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমজীবী মহিলাদের সামাজিক অসম্মান ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অনুরোধ করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলির কাছে দাবিপত্র পাঠালেন আরএসপি-র শ্রমিক সংগঠন ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ। দাবিপত্রে তিনি অনুরোধ করেছেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী নারীদের সমকাজে সমবেতন, সামাজিক সুরক্ষা, ন্যূনতম সহায়ক মূল্যের দাবিগুলি নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করা হোক। ওই দাবিপত্রে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা, পুলিশের অত্যাচারের বিষয়গুলিও উল্লেখ করা হয়েছে। রাজ্য বামফ্রন্টের কাছেও এই দাবিপত্র পাঠিয়ে লোকসভা নির্বাচন উপলক্ষে বামফ্রন্টের ঘোষণাপত্রে এই দাবিগুলি যুক্ত করার আবেদন করা হয়েছে। প্রসঙ্গত, সিপিএমের কেন্দ্রীয় কমিটির তরফে লোকসভা নির্বাচনের জন্য ইস্তাহার প্রকাশ হওয়ার কথা আজ, বৃহস্পতিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement