—প্রতীকী ছবি।
গারো পাহাড়ে শাসক এনপিপি-র বিরুদ্ধে প্রার্থী দিয়েছে, প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আবার খাসি পাহাড়ে সেই তৃণমূলই এনপিপির লোকসভা প্রার্থীকে সমর্থন জানাচ্ছে! কংগ্রেসের বর্তমান সাংসদ ভিনসেন্ট পালা দাবি করলেন, তৃণমূলের এই ‘দ্বিচারিতার’ ফলেই শিলং আসনে সুবিধা পাবে কংগ্রেস। টানা তিন বার শিলং আসনে জিতে আসা পালা প্রদেশ কংগ্রেসের সভাপতিও। তাঁর সঙ্গে মতান্তরের জেরেই কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে দুই বারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা মেঘালয়ে তৃণমূলকে নিয়ে এসেছেন। আবার পালার বিরুদ্ধে এ বার শিলংয়ে শাসক দল এনপিপির প্রার্থী হওয়া মন্ত্রী আমপারিন লিংডোও বিধানসভা ভোটের আগে পর্যন্ত কংগ্রেসেরই বিধায়ক ও মন্ত্রী ছিলেন। দলের ভাঙনের জন্য কাঠগড়ায় ওঠা পালা তাই শিলং জিততে মরিয়া।
মেঘালয়ে অনেক চেষ্টার পরেও কংগ্রেস-তৃণমূলের জোট হয়নি। শিলং লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর বদলে বিজেপির সঙ্গে জোটে থাকা এনপিপির প্রার্থীকে সমর্থন জানাচ্ছে তৃণমূলের একাংশ। তুরায় সালেং সাংমা ও শিলংয়ে বর্তমান সাংসদ তথা প্রদেশ সভাপতি ভিনসেন্ট পালা প্রার্থী হয়েছেন। তৃণমূলের হয়ে তুরায় দাঁড়িয়েছেন প্রাক্তন মন্ত্রী জ়েনিথ সাংমা। শিলংয়ে তারা প্রার্থী দেয়নি। কিন্তু মন্ত্রী আমপারিন লিংডো এনপিপির প্রার্থী হয়ে তৃণমূলের সাহায্য চান।
পালার মতে, তৃণমূলের তরফে আমপারিনকে সমর্থন জানানোর ঘটনায় মানুষ তাদের চরিত্র বুঝে গিয়েছে। যারা তুরায় একে অন্যের বিরুদ্ধে লড়ছে, তারাই শিলংয়ে একে অন্যকে সমর্থন জানাচ্ছে!