আসানসোলে নির্বাচনী কোর কমিটি তৃণমূলের। — গ্রাফিক: শৌভিক দেবনাথ।
আসানসোলে লোকসভা ভোটের জন্য নির্বাচনী কোর কমিটি গড়ে দিল তৃণমূল। মোট ১৯ জনের কোর কমিটি তৈরি করা হয়েছে। তাতে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের পাশাপাশি জায়গা হয়েছে উপনির্বাচনে শত্রুঘ্ন সিন্হার নির্বাচনী এজেন্ট তথা আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়েরও। সূত্রের খবর, প্রথম যখন নির্বাচনী কমিটি তৈরি হয় তখন তাতে অমরনাথের নাম ছিল না। পরবর্তী সময়ে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়।
শত্রুঘ্ন সিন্হাকে জেতাতে নির্বাচনী কোর কমিটি তৈরি করে দিল তৃণমূল। এতে প্রত্যাশিত ভাবেই নাম রয়েছে ওই এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রী মলয় ঘটকের। এ ছাড়াও কোর কমিটিতে জায়গা পেয়েছেন এলাকার তৃণমূল নেতারা। বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদপদ ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর ওই কেন্দ্রে উপনির্বাচন হয়। তাতে তৃণমূল প্রার্থী করেছিল তারকা অভিনেতা শত্রুঘ্নকে। উপনির্বাচনে শত্রুঘ্ন জিতেছিলেন সাড়ে তিন লক্ষ ভোটেরও বেশি ব্যবধানে। সে বার শত্রুঘ্নের নির্বাচনী এজেন্ট ছিলেন অমরনাথ। এ বারও সম্ভবত অমরনাথই শত্রুঘ্নের নির্বাচনী এজেন্ট হতে চলেছেন। ওই ভোটে আসানসোল লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা এলাকার মধ্যে পাঁচটিতে জয় পেয়েছিল তৃণমূল। এ বারের ভোটের আগে কোর কমিটিতে স্থান পেয়েছেন পাঁচ তৃণমূল বিধায়কই।
এ ছাড়াও কোর কমিটিতে স্থান পেয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়-সহ জেলার তৃণমূল নেতৃত্ব।