বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আক্রমণের মুখে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। —ফাইল চিত্র।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে দেশ জুড়ে। দেশের সব রাজনৈতিক দল ও তাদের নেতা-কর্মীদের সেই আচরণবিধি মেনেই চলতে হবে, এটাই দস্তুর। কিন্তু পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে সেই নির্বাচন বিধি ভাঙার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডলে (পূর্বতন টুইটার) একটি পোস্ট করেন শুভেন্দু। নির্বাচন কমিশনকে যুক্ত করে নন্দীগ্রামের বিধায়ক ওই পোস্টে লেখেন, ‘‘আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক। কারণ তিনি সাধারণ মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করছেন।’’ পোস্ট করা ওই ভিডিয়োতে নরেন্দ্রনাথকে অর্থ বিলি করতে দেখা যাচ্ছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
বিরোধী দলনেতার অভিযোগের জবাবে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ বলেন, ‘‘আমি একটি দরগায় চাদর দিতে গিয়েছিলাম। সেখানকার নিয়ম হল, দরগায় চাদর দেওয়ার পর দান করতে হয়। তাই দরগার বাইরে থাকা পাঁচ জন ভিক্ষুককে আমি ১০ টাকা করে মোট ৫০ টাকা দিয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘আমি একটি ধর্মীয় বিষয়কে মাথায় রেখেই ওই অর্থ দিয়েছি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। আর এমন একটি তুচ্ছ বিষয়কে আশা করি নির্বাচন কমিশন বিধিভঙ্গের বিষয়ের মধ্যে রাখবেন না।’’