Manoranjan Byapari

‘বিপিএল বিধায়ক’

এই প্রেক্ষিতে মনোরঞ্জনের ফের এমন ‘পোস্ট’ তাঁর নিজের দলেরই বিধায়কদের লক্ষ করে বলা হয়েছে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ০৮:১৮
Share:

মনোরঞ্জন ব্যাপারী। — নিজস্ব চিত্র।

লোকসভা ভোটের মুখে কোনও দলের নাম না করে বিধায়কদের জীবনযাত্রার ধরন নিয়ে প্রশ্ন তুললেন বলাগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। নিজেকে ‘বিপিএল বিধায়ক’ হিসেবে পরিচয় দিয়ে তার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। সমাজ মাধ্যমে মনোরঞ্জন লিখেছেন, ‘আমার হাতের দশ আঙুলে বারো পনেরোটা সোনার আংটি নেই, গলায় দশ তোলা সোনার চেন নেই। সেই সাড়ে তিনশো টাকা দামের ফতুয়া প্যান্ট— এ কেমন বিধায়ক! লোকে মানবে কেন আমাকে বিধায়ক বলে? পহেলা দর্শনধারী পিছে তো গুণ বিচারি!’ সেই সঙ্গে নিজের বিধায়ক হিসেবে বেতন, তাঁর খরচের হিসাবও দিয়েছেন বলাগড়ের বিধায়ক। প্রসঙ্গত, এর আগে তৃণমূলেরই নানা অংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিলেন মনোরঞ্জন। এই প্রেক্ষিতে মনোরঞ্জনের ফের এমন ‘পোস্ট’ তাঁর নিজের দলেরই বিধায়কদের লক্ষ করে বলা হয়েছে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement