নিখোঁজ পোস্টার নিয়ে মুখ খুললেন কাঞ্চন মল্লিক। —নিজস্ব চিত্র।
শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে শুক্রবার থেকে প্রচার শুরু করেছেন উত্তরপাড়ার তারকা-বিধায়ক কাঞ্চন মল্লিক। শনিবারও তিনি কল্যাণের হয়ে দেওয়াল লিখন করেন। কিন্তু এখনও তৃণমূল বিধায়ক কাঞ্চনের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ছে যত্রতত্র। যা নিয়ে বিধায়কের দাবি, বিরোধীরাই এ সব ইচ্ছাকৃত ভাবে করছেন। তার নামে আবার নিখোঁজ পোস্টারের কথা শুনে উত্তেজিত হয়ে কাঞ্চন বলেন, ‘‘এই তো আমি। যাঁরা দেখতে পেয়েও ইচ্ছাকৃত ভাবে আমাকে দেখতে চান না, সেখানে আমার কিছু করার নেই।’’
বিরোধীদের অভিযোগ, অভিনেতা কাঞ্চন উত্তরপাড়ার বিধায়ক হওয়ার পর থেকে তাঁকে তাঁর বিধানসভা এলাকায় খুব একটা দেখা যায়নি। তবে শুক্রবার কাঞ্চনকে কোন্নগরে দেখা গিয়েছে কল্যাণের সমর্থনে প্রচার করতে। তাঁর নামে তার পরও নিখোঁজ পোস্টার পড়েছে উত্তরপাড়ায়। শনিবার উত্তরপাড়ায় এসে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসে আবারও তাঁর নামে ‘নিখোঁজ’ পোস্টারের কথা শুনে কাঞ্চন বলেন, ‘‘এই তো আমি! গতকাল কোন্নগরে কল্যাণদার প্রচার কে করল? আমি এখানে। আমার ভূত নয়।’’ তাঁর সংযোজন, ‘‘বিধায়কের অফিস থাকে। সেখানে কে বসেছিল? বিধায়কের তহবিলের খরচ কী ভাবে হচ্ছে? এত উত্তর আমি কাকে দেব বলুন তো! এ বার যাঁরা দেখতে পাচ্ছেন, তাঁরা যদি ইচ্ছাকৃত ভাবে না দেখতে চান, তা হলে তো আমার কিছু করার নেই। আমি কী করতে পারি!’’
অন্য দিকে, এর পাল্টা বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় কটাক্ষের সুরে বলেন, ‘‘কাঞ্চন মল্লিকের এখন হানিমুন পিরিয়ড চলছে। এখন ওঁকে পাওয়া যাবে না। সেটাই স্বাভাবিক। অবশ্য তার আগেই বা কবে ওকে পাওয়া গিয়েছে। যাঁরা কাঞ্চনকে প্রার্থী করেছিলেন, যে দল তাঁকে প্রার্থী করেছিল, তাদের জবাব দেওয়া উচিত সাধারণ মানুষের কাছে।’’ যদিও পোস্টারের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা। তাঁর কথায়, ‘‘পোস্টার-সংস্কৃতি তৃণমূলের। তাদেরই কোনও বিরুদ্ধ গোষ্ঠী এই পোস্টার দিয়েছে। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।’’