শাহরুখ খান অভিনীত সিনেমার সংলাপ তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মুখে। —ফাইল চিত্র।
প্রাক্তন পুলিশকর্তা এ বার ভোটের ময়দানে। প্রচারে নেমেই বিজেপিকে ধারালো আক্রমণ করলেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূনের মন্তব্য ‘‘এত বিএসএফ, প্যারা মিলিটারি— সবাইকে বলছি, আইনের মধ্যে থাকুন। আইনের মধ্যে থাকুন। আমরা আইনের মধ্যে আছি। নির্বাচন ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ হোক। প্যারা মিলিটারি যদি ভয় দেখায় আমার নাম প্রসূন ব্যানার্জি। আমি আছি।’’ তার পর শাহরুখ খান অভিনীত ছবির সংলাপ আউড়ে তৃণমূল প্রার্থী বলেন, ‘‘ম্যায় হুঁ না!’’
তৃণমূল কর্মীদের উদ্দেশে প্রসূনের পরামর্শ, তাঁরা যেন কেন্দ্রীয় বাহিনীর ‘যত্নআত্তি’ করেন। তিনি বলেন, ‘‘স্কুলেই বসিয়ে রাখতে হবে। তাঁদের জল-টল দেবেন। ওঁদের অযত্ন করবেন না। ওঁরা চাকরি-টাকরি করেন।’’ মালদহ উত্তরের তৃণমূল প্রার্থীর সংযোজন, ‘‘শুধু বলবেন, প্রসূন ব্যানার্জি খেলতে এসেছেন। বুটের দপদপানি, একে ৪৭, এসএলআর দিয়ে কোনও লাভ নেই। শুধু বলবেন, আধ ঘণ্টার মধ্যে প্রসূন ব্যানার্জি ঢুকছে। ও বুঝে নেবে সব আইনকানুন, অবজ়ার্ভার— সব বুঝে নেবে।’’
শনিবারই ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে সাত দফায় নির্বাচন হবে। আসনসংখ্যা এবং ভোটারের সংখ্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমিশন। লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল। ৪ জুন লোকসভা ভোটের গণনা। ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন। ২৬ এপ্রিল দ্বিতীয় দফা, ৭ মে তৃতীয় দফা, ১৩ মে চতুর্থ দফা, ২০ মে পঞ্চম দফা, ২৫ মে ষষ্ঠ দফা এবং ১ জুন সপ্তম দফায় লোকসভা নির্বাচন। মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে আগামী ৭ মে, তৃতীয় দফায়। অন্য দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো চিঠিতে কমিশন জানিয়েছে, লোকসভা ভোটে বাংলায় তারা ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চায়।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মালদহ উত্তরের প্রার্থী প্রসূন বলেন, ‘‘আধিকারিকদের সম্মান দেবেন। কুকথা বলবেন না। বাহিনীকে সম্মান দেবেন। তত ক্ষণই দেবেন, যত ক্ষণ তারা আপনাকে সম্মান দিচ্ছে। বাকি সবটা আমার উপর ছেড়ে দিন। রাস্তায় নামব। চারদিক অবরুদ্ধ হয়ে যাবে। ভারতবর্ষ দেখবে উত্তর মালদহে ভোট হচ্ছে।’’
শনিবার পুরাতন মালদহ পুরসভা এলাকায় কর্মিসভায় প্রসূনের এই মন্তব্যে অবশ্যে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দক্ষিণ মালদহের বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থসারথি ঘোষ বলেন, ‘‘তৃণমূলের সঙ্গে শাসকদলের যোগসূত্র রয়েছে। পুলিশকর্তারা তৃণমূলের দলদাসে পরিণত হয়েছেন। পুলিশ সুপার হিসাবে কর্মজীবনে শাসকদলের নির্দেশে কাজ করতেন উনি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন অবাধ এবং শান্তিতে ভোট করার জন্য বাহিনী মোতায়েন করেছে। এমন হুমকিকে মানুষও গুরুত্ব দিচ্ছে না। বিজেপিও দিচ্ছে না।’’