Lok Sabha Election 2024

লোকসভা ভোটে কলকাতা পুর এলাকায় কতটা প্রভাব বিরোধীদের? দেখে নিন ওয়ার্ডভিত্তিক ফলাফল

কলকাতার পুরসভার বেশ কিছু ওয়ার্ডে বিজেপি এগিয়ে গেলেও বিরাট ব্যবধানে তৃণমূল প্রার্থীদের কাছে পরাজিত হতে হয়েছে তাদের। এক কথায় কলকাতার রাজনীতিতে দাগ কাটতে পারেনি বিরোধীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২৩:৫০
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

কলকাতা পুরসভার অন্তর্গত সমস্ত লোকসভা আসনে জোড়া ফুল ফুটিয়েছে শাসকদল। কিন্তু পুরসভা ভোটের মতো একক ভাবে দাপট দেখাতে পারেনি তারা। ২০২১ সালের ডিসেম্বর মাসের কলকাতা পুরসভার নির্বাচনে ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৩৭টিতে জয় পেয়েছিল তৃণমূল। কিন্তু লোকসভা ভোটে সেই দাপট কিছুটা স্তিমিত। ৪৭ টি আসনে এগিয়ে গিয়েছে বিরোধী বিজেপি ও সিপিএম। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর ও ডায়মন্ড হারবার লোকসভায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কলকাতা পুরসভার ওয়ার্ডগুলি। এ ক্ষেত্রে উত্তর কলকাতার ২৪টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছে বিজেপি। ৩৬টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। এখানে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় জয় নিশ্চিত হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২০টি ওয়ার্ড এগিয়েছিল বিজেপি। এ বার আরও বাড়তি চারটি ওয়ার্ডে এগিয়েছে তারা। উত্তর কলকাতার কাশীপুর বেলগাছিয়া বিধানসভার ২ ও ৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে গিয়েছে বিজেপি। শ্যামপুকুর বিধানসভা ৮,২১, ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডে জিতেছে বিজেপি। জোড়াসাঁকো বিধানসভার ২২, ২৩, ২৫, ২৭,৩৮,৪০, ৪১, ৪২ ও ৪৩ নম্বর ওয়ার্ডে এগিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়। চৌরঙ্গী বিধানসভার ৪৫, ৪৭,৪৮,৪৯, ৫০, ৫১ ও ৫২ নম্বর ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি।

Advertisement

২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতার ২৬টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। কিন্তু এ বারের লোকসভা ভোটে সেই সংখ্যা কমে হয়েছে ২০। কলকাতা দক্ষিণ লোকসভার অন্তর্গত মুখ্যমন্ত্রীর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের পাঁচটি ওয়ার্ড থেকে এগিয়েছে বিজেপি। ভবানীপুর বিধানসভার ৬৩, ৭০, ৭১, ৭২ ও ৭৪ নম্বর ওয়ার্ডে ভাল ব্যবধান এগিয়ে গিয়েছিল বিজেপি। কিন্তু ৭৩, ৮২ ও ৭৭ নম্বর ওয়ার্ডের ব্যবধানে ভর করে এগিয়েছেন তৃণমূল প্রার্থী মালা। গত লোকসভা নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমের তিনটি ওয়ার্ডে এগিয়ে গিয়েছিল বিজেপি। ১১৮,১১৯ ও ১৩২ নম্বর ওয়ার্ডে পিছিয়ে গিয়েছিল তৃণমূল। কিন্তু এ বার কেবলমাত্র ১১৯ নম্বর ওয়ার্ডেই জয় পেয়েছে বিজেপি। কসবা বিধানসভার ৬৬ ও ৯১ নম্বর ওয়ার্ড থেকেই কেবলমাত্র জিততে পেরেছেন তাঁরা। তাও আবার ৬৬ নম্বর ওয়ার্ড থেকেই এসেছে ৫২ হাজারের ব্যবধান। বাকি ৬৭, ৯২, ১০৭ ও ১০৮ ওয়ার্ডে বিজেপি এগিয়ে গিয়েছে। কলকাতা বন্দর বিধানসভার ৭৯ নম্বর ওয়ার্ডে এগিয়েছে বিজেপি। রাসবিহারী বিধানসভার ৮১, ৮৬ , ৮৭ ও ৯৩ নম্বর ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। বেহালা পূর্ব বিধানসভার ১১৬ ও ১১৮ নম্বর ওয়ার্ড এবং বেহালা পশ্চিমের ১১৯ নম্বর ওয়ার্ডে এগিয়েছে বিজেপি। বাদ বাকি ৪২ ওয়ার্ডে জিতে তৃণমূল প্রার্থী মালা রায়ের জয় নিশ্চিত হয়েছে।

ডায়মন্ড হারবার লোকসভার অধীন মেটিয়াবুরুজ বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ১৩৬-১৪১ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরাট ব্যবধানে জয় পেয়েছেন। এই কেন্দ্রের একটি ওয়ার্ডেও দাঁত ফটাতে পারেনি কোনও বিরোধী দল। তবে যাদবপুর লোকসভার অন্তর্গত দুটি বিধানসভা কেন্দ্রের কয়েকটি ওয়ার্ডের ব্যবধান পেতে সক্ষম হয়েছে সিপিএম বিজেপি দুপক্ষই। টালিগঞ্জ বিধানসভার ৯৮ নম্বর ওয়ার্ডে ২৫৫ ভোটে এগিয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। আবার যাদবপুর বিধানসভার ১০৩ নম্বর ওয়ার্ডে ২০১ ভোটে এগিয়ে গিয়েছেন সিপিএম প্রার্থী। ওই বিধানসভার ১০৪ নম্বর ওয়ার্ডে ৯২১ ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। ১১০ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ১৪১ ভোটের ব্যবধানে এগিয়ে গিয়েছেন। অন্যদিকে যাদবপুর বিধানসভায় তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৯৬ ৯৯,১০১, ১০২, ১০৫, ১০৬ ও ১০৯ নম্বর ওয়ার্ডে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছেন। পাশাপাশি টালিগঞ্জ বিধানসভায় ৯৪ ৯৫ ৯৭ ১ ১১২ ১১৩ ও ১১৪ নম্বর ওয়ার্ডে বড় ব্যবধানে এগিয়েছেন সায়নী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement