Nisith Pramanik

ভোটে হারতেই কব্জা শাহের প্রাক্তন ‘ডেপুটি’র খাসতালুক, গ্রাম পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল

কোচবিহার কেন্দ্রে প্রায় ৪০ হাজার ভোটে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথকে হারিয়েছেন জগদীশ। এর পরেই শুক্রবার তাঁর সিতাইয়ের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির পঞ্চায়েত সদস্যেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুন ২০২৪ ১৪:৩৭
Share:

—নিজস্ব চিত্র।

নিশীথ প্রামাণিক হারতেই তাঁর খাসতালুক ‘কব্জা’ করতে মাঠে নেমে পড়ল তৃণমূল। শাসকদলের দখলে চলে গেল কোচবিহারের ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েত। কোচবিহারে জয়ী তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন বিজেপির উপপ্রধান-সহ ন’জন গ্রাম পঞ্চায়েত সদস্য।

Advertisement

কোচবিহার কেন্দ্রে প্রায় ৪০ হাজার ভোটে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথকে হারিয়েছেন জগদীশ। এর পরেই শুক্রবার তাঁর সিতাইয়ের বাড়িতে গিয়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির পঞ্চায়েত সদস্যেরা। ভেটাগুড়ি ২ গ্রাম পঞ্চায়েতের মোট আসনসংখ্যা ১৮। সেখানে আগে থেকেই তৃণমূলের দখলে ৬টি আসন ছিল। একসঙ্গে ন’জন বিজেপির সদস্য যোগ দেওয়ায় শাসকদলের দখলে থাকা আসন বেড়ে হল ১৫।

জগদীশ বলেন, ‘‘যে সব পঞ্চায়েত সদস্য আজ তৃণমূলে যোগদান করল, তারা একটা সময় তৃণমূলেরই সদস্য ছিল। কোনও কারণবশত তারা বিজেপিতে চলে গিয়েছিল। গোটা ভেটাগুড়ি এলাকা বিজেপির একটা দুর্গ তৈরি হয়ে গিয়েছিল। মানুষকে ভয় দেখিয়ে জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। আজ তারা বুঝতে পেরেছে।’’ এ প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন, ‘‘গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাস চলছে। পঞ্চায়েত প্রধানদের ভয় দেখিয়ে তারা তৃণমূলে যোগদান করাচ্ছে। প্রতিকূল পরিস্থিতিতে তারা লড়াই করতে পারছে না। পরিস্থিতি অনুকূল হলে তারা আবার ফিরে আসবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement