পার্টি অফিসে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়লেন উত্তর ২৪ পরগনার বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষদস্তিদার। দলীয় সূত্রে খবর, মাথায় সামান্য চোট পেয়েছেন তৃণমূল প্রার্থী। তাঁকে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তৃণমূল সূত্রে খবর, বুধবার দুপুরে মধ্যমগ্রামে দিঘবেরিয়ার বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে যাচ্ছিলেন কাকলি। সেই সময় ঘটনাটি ঘটে। একটি প্রাইভেট গাড়ি সরাসরি কাকলির গাড়িতে ধাক্কা দেয় বলে অভিযোগ। তাতে মাথায় চোট পান বিদায়ী সাংসদ। প্রাথমিক চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বারাসত হাসপাতালে যাওয়ার সময় কাকলি বলেন, ‘‘দলীয় কর্মসূচি ছিল। পার্টি অফিসে যাচ্ছিলাম। বাড়ি থেকে সবে বেরিয়েছি। সেই সময় একটা গাড়ি জোরে এসে আমার গাড়িতে ধাক্কা মারে। এত জোরে মেরেছে যে গাড়ির চারটে দরজাই লক হয়ে গিয়েছিল। মাথায় লেগেছে। তাই একটু দেখিয়ে নিই।’’
হাসপাতালের অতিরিক্ত সুপার সুব্রত মণ্ডল বলেন, ‘‘পরীক্ষা হয়েছে কিছু। সিটি স্ক্যান হয়েছে। তবে অবস্থা স্থিতিশীলই রয়েছে।’’