Lok Sabha Election 2024

বর্ণময় ট্যাবলো, বাজছে থিম সং, সংক্রান্তির দিনেও প্রচারে কাকলি, আক্রমণ বিজেপির স্বপনকে

চতুর্থ বার টানা জয়ের ব‍্যাপারে আত্মবিশ্বাসী কাকলির ভরসা উন্নয়ন। তাঁর সমর্থনে শোভাযাত্রায় হাজির ছিলেন বারাসতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ২২:২৯
Share:

কাকলি ঘোষ দস্তিদার। —ফাইল চিত্র ।

বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে অপরাধী, সন্ত্রাসবাদী বলে তোপ দাগলেন বারাসত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। প্রসঙ্গত, গত কয়েক দিন ধরে তৃণমূলকে কখনও পাগলা কুকুর, কখনও আবার চ্যালাকাঠ দিয়ে পিটিয়ে দেওয়ার নিদান দিয়ে চলেছেন স্বপন। কাকলির এ দিনের তোপ তারই জবাব বলে মনে করা হচ্ছে।

Advertisement

বাজছে থিম সং। ভিড় কেটে এগিয়ে চলেছে বর্ণময় ট্যাবলো। বছরের শেষ দিনেও প্রচারে খামতি নেই বারাসতের তৃণমূল প্রার্থীর। আর সেই প্রচার চলতে চলতেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী। নিজের জয়ের ব্যাপারে ষোলো আনা আশাবাদী কাকলির দাবি, শুধু তাঁর কেন্দ্রে নয়, গোটা দেশেই খারাপ ফল হবে বিজেপির। এ প্রসঙ্গেই কাকলিকে প্রশ্ন করা হয় স্বপনের সাম্প্রতিক মন্তব্য নিয়ে। তিনি বলেন, ‘‘যাঁরা সন্ত্রাস সৃষ্টি করতে অভ্যস্ত। যাঁদের বিরুদ্ধে গর্হিত ফৌজদারি মামলা নিয়ে রাজনীতির ময়দানে আসেন, তাঁদের কাছ থেকে এই ধরনের অশিক্ষিত মন্তব্যই প্রত্যাশিত। সভ্য সমাজ এবং বারাসতবাসী এ জিনিস মেনে নেবেন না।’’

মানুষ বিজেপিকে গণতান্ত্রিক ভাবে প্রত্যাখ্যান করতে চলেছেন বলেও দাবি করেছেন বারাসতের বিদায়ী সাংসদ। চতুর্থ বার টানা জয়ের ব‍্যাপারে আত্মবিশ্বাসী কাকলির ভরসা উন্নয়ন। কাকলির সমর্থনে শোভাযাত্রায় হাজির ছিলেন বারাসতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিৎ, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ প্রমুখ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement