Lok Sabha Election 2024

জমা দিলেন পদত্যাগপত্র, লোকসভা নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক পদ ছাড়লেন তৃণমূলের পার্থ, জুন, জগদীশ

সোমবার বিধানসভা এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র দিয়ে যান বিধায়ক থেকে সাংসদ হয়ে যাওয়া তিন জন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২৪ ১৮:৩৯
Share:

(বাঁ দিক থেকে) পার্থ ভৌমিক, জুন মালিয়া, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। —ফাইল চিত্র।

বিধায়ক পদ ছাড়লেন তৃণমূলের তিন জন সাংসদ। সোমবার বিধানসভা এসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র যান তাঁরা। সকাল সকাল বিধানসভায় আসেন কোচবিহার লোকসভা আসনে জয়ী তৃণমূল সংসদ সদস্য জগদীশ বসুনিয়া। ২০২১ সালের নির্বাচনে কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছিলেন তিনি। এ বারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তাঁকে টিকিট দিয়েছিল শাসকদল। বিদায়ী সাংসদকে পরাস্ত করে দিল্লি যাওয়া নিশ্চিত করেছেন জগদীশ। তাই নিয়মমাফিক বিধায়ক পদ ছাড়লেন তিনি।

Advertisement

রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিককে এ বার ব্যারাকপুর লোকসভায় প্রার্থী করেছিল তৃণমূল। বিজেপি প্রার্থী অর্জুন সিংহকে বড় ব্যবধানে হারিয়ে জিতেছেন তিনি। পার্থ নিজের বিধানসভার পদ ছেড়ে দিলেন। মেদিনীপুরের বিধায়ক অভিনেত্রী জুন মালিয়াকে মেদিনীপুর লোকসভায় প্রার্থী করা হয়েছিল। তিনি বিজেপির অগ্নিমিত্রা পালকে পরাজিত করে সংসদে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন। নিয়মমাফিক সাংসদ পদে শপথগ্রহণের আগে বিধায়ক পদ ছাড়া বাধ্যতামূলক। সেই নিয়ম মেনে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সংসদের অধিবেশন। ১৮-১৯ জুন দেশের বিভিন্ন প্রান্ত থেকে থেকে নির্বাচিত ৫৪৩ জন সাংসদ পদে শপথগ্রহণ করবেন। তার পর ২০ জুন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে আস্থা ভোটের সম্মুখীন হতে হবে। আগামী সপ্তাহেই তৃণমূলের ২৯ জন সাংসদের শপথ নেওয়ার কথা।

বিজেপি পরিষদের মুখ্য সচেতক মনোজ টিগ্গা মাদারিহাট কেন্দ্রের বিধায়ক। তিনি এবার আলিপুরদুয়ার লোকসভা থেকে সাংসদ হয়েছেন। তাঁকেও বিধায়ক পদ ছাড়তে হবে। হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম বসিরহাট থেকে আবারও সংসদ সদস্য হয়েছেন। তাঁকেও ইস্তফা দিতে হবে। গত শুক্রবার তালড্যাংরার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে গিয়েছেন বাঁকুড়া থেকে সদ্যজয়ী তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement