অরবিন্দ কেজরীওয়াল। — ফাইল চিত্র।
দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়ালের বিরুদ্ধে জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তকারী সংস্থা ইডির তরফে সলিসিটর জেনারেশ তুষার মেহতা যে আবেদন জানিয়েছিলেন, সে সম্পর্কে পদক্ষেপ করতে বৃহস্পতিবার অস্বীকৃত হয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্তি পাওয়ার পরে গত সোমবার দিল্লিতে আপের সমর্থনে প্রথম লোকসভা ভোটের প্রচারে বেরিয়েছিলেন কেজরী। রোড শোয়ে দিল্লিবাসীর উদ্দেশে কেজরী বলেন, ‘‘২০ দিন পরে আমাকে জেলে যেতে হবে। কিন্তু আপনারাই পারেন আমাকে জেলে যাওয়ার হাত থেকে বাঁচাতে।’’ এর পরেই দিল্লিবাসীকে ‘করণীয়’ সম্পর্কে বার্তা দেন আপ প্রধান। তিনি বলেন, ‘‘দিল্লিবাসী যদি আপের প্রতীক ঝাঁটাকে বেছে নেন, তা হলে আমাকে আর জেলে যেতে হবে না।’’
বৃহস্পতিবার কেজরীর ওই মন্তব্যকে ‘জামিনের শর্ত লঙ্ঘন’ বলে অভিযোগ করেন তুষার। তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী জামিনের আবেদন জানানোর সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আইনের শাসনের প্রতি দায়বদ্ধ থাকবেন। কিন্তু এখন তিনি জনতাকে বলছেন, ভোটে জেতালে তাঁকে জেলে ফেরত যেতে হবে না।’’ জবাবে কেজরীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ‘‘আমার মক্কেলের বিরুদ্ধে বিচারাধীন মামলা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীরা ভোটের প্রচারে ধারাবাহিক ভাবে আপত্তিকর মন্তব্য করে চলেছেন।’’
দু’পক্ষের যুক্তি শোনার পর বিচারপতি সঞ্জীব খন্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ জানায়, কেজরী যা বলেছেন, তা নিছকই তাঁর ব্যক্তিগত অনুমান। এ বিষয়ে আদালতের কিছু করণীয় নেই। কারণ তিনি এ ক্ষেত্রে জামিনের শর্ত লঙ্ঘন করেননি।’’ দিল্লির ‘আবগারি দুর্নীতিকাণ্ডে’ গত ২১ মার্চ কেজরীকে গ্রেফতার করেছিল। গত ১০ মে আপ প্রধানকে লোকসভা ভোটে প্রচারের সুযোগ দিতে ১ মে পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত।