Lok Sabha Election 2024

ফের লকেটের বিরুদ্ধে পোস্টার, শুরু তরজা

বুধবার সকালে পান্ডুয়ার খন্যান পঞ্চায়েত এলাকার খন্যান চৌমাথা, কলেজ মোড় ইত্যাদি জায়গায় ওই পোস্টার ঘিরে শোরগোল পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৪ ০৭:০৫
Share:

লকেট চট্টোপাধ্যায় বিরুদ্ধে পোস্টার পরলো খন্যানে। নিজস্ব চিত্র।

চুঁচুড়া, শ্রীরামপুরের পরে এ বার সাংসদ তথা হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল পান্ডুয়াতেও। তাঁকে ঘিরে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন তুলছিলেন দলের কর্মী-সমর্থকদের একাংশ। হুগলিতে তাঁকে যাতে দল ফের প্রার্থী না করে সেই আর্জি খোলাখুলি ভাবেই তাঁরা জানান সমাজমাধ্যমে। গেরুয়া শিবির অবশ্য লকেটেই ভরসা রেখেছে। লকেট প্রচারেও নেমেছেন। কিন্তু তাঁকে ঘিরে দলের একাংশের অসন্তোষে অস্বস্তিতে বিজেপি শিবির।

Advertisement

বুধবার সকালে পান্ডুয়ার খন্যান পঞ্চায়েত এলাকার খন্যান চৌমাথা, কলেজ মোড় ইত্যাদি জায়গায় ওই পোস্টার ঘিরে শোরগোল পড়ে। পোস্টারে দাবি করা হয়েছে, বিগত পাঁচ বছরে ইটাচুনা-খন্যান অঞ্চলে একদিনও লকেটের দেখা মেলেনি। তাই এ বারে এখানে বিজেপির ভোটও নেই।যদিও এই পোস্টার কে বা কারা সেঁটেছেন, স্পষ্ট নয়। কারণ, পোস্টারে কোনও নাম নেই। ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময়েও লকেটের বিরুদ্ধে পোল্টার পড়েছিল পান্ডুয়ায়।

এ বার বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে লকেটের প্রতিক্রিয়া মেলেনি। একাধিক বার তাঁর মোবাইলে ফোন করা হলেও তিনি ধরেননি। মোবাইলে বার্তা পাঠানো হলেও উত্তর দেননি। বিজেপির অভিযোগ, এই কাজের পিছনে রয়েছে তৃণমূল। বিজেপির পান্ডুয়া মণ্ডল সভাপতি অমিতাভ ঘোষের দাবি, ‘‘এটা তৃণমূলের চক্রান্ত। এলাকায় অনেক উন্নয়ন করেছেন সাংসদ। এ বছর মোদী-হাওয়ায় তৃণমূল খড়কুটোর মতো উড়ে যাবে।’’

Advertisement

অভিযোগ মানেনি তৃণমূল। তাদের দাবি, লকেটকে ঘিরে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বের ফাটল ক্রমশ চওড়া হচ্ছে। সেই কারণে বিজেপির বিক্ষুব্ধরাই ওই পোস্টার সেঁটেছেন। পান্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলাম বলেন, ‘‘আমরা কোনও চক্রান্ত করিনি। এটা বিজেপির অন্তর্কলহ। তৃণমূলের উন্নয়নের কাছে ওরা হেরে যাবে, তাই ভয় পেয়ে ভুল বকছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement