Special Election Observer in West Bengal

কোথায় হিংসা? কোন বুথে গন্ডগোল? গত বিধানসভা এবং লোকসভা ভোটের রিপোর্ট তলব পর্যবেক্ষকের

সেই সঙ্গে বিশেষ পর্যবেক্ষকের নির্দেশ, রিপোর্টে জানাতে হবে, কোন কোন ভোটকেন্দ্রে ভোটের দিন পোলিং এজেন্ট বসাতে না পেরে অভিযোগ এসেছিল কোন কোন রাজনৈতিক দলের তরফে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৪ ১৯:০৩
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বসছেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক। আগামী শনিবার ওই বৈঠক হতে চলেছে। তার আগে বৃহস্পতিবার গত বিধানসভা এবং লোকসভা ভোটের রিপোর্ট চাইলেন রাজ্যের বিশেষ পর্যবেক্ষক অলোক সিন্‌হা। তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর কাছে ওই রিপোর্ট চেয়েছেন।

Advertisement

রিপোর্টে জানাতে হবে, গত নির্বাচনে কোথায় কোথায় হিংসার ঘটনা ঘটেছিল। সেখানে উল্লেখ করতে হবে বিধানসভার নামও। ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ কোন জায়গা থেকে বেশি এসেছে তা-ও জানাতে হবে রিপোর্টে। এ ছাড়া রিপোর্টে জানাতে হবে, কোন কোন ভোটকেন্দ্রে ভোটের দিন পোলিং এজেন্ট বসাতে না পেরে অভিযোগ এসেছিল কোন কোন রাজনৈতিক দলের তরফে।

রাজ্যের সিইও দফতর সূত্রের খবর, বিশেষ পর্যবেক্ষকের পাশাপাশি, শনিবারের বৈঠকে থাকবেন পুলিশ পর্যবেক্ষক, সিইও, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার। আগামী ১৯ এপ্রিল উত্তরবঙ্গের তিন লোকসভা আসনে প্রথম দফার ভোটে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে কি না তা নিয়ে এখনও অনিশ্চিত কমিশন। এই পরিস্থিতিতে ভোটের প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি শনিবারের বৈঠকে গুরুত্ব পেতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে নজরদারির জন্য গত ২৮ মার্চ আইএএস আধিকারিক অলোক সিন্‌হাকে বিশেষ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি, বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে সদ্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অনিল শর্মাকে নিয়োগ করা হয়। সিইও দফতর সূত্রে খবর, বিশেষ পর্যবেক্ষকের ওই নির্দেশ পাওয়ার পরেই জেলা নির্বাচনী আধিকারিকের থেকে গত লোকসভা এবং বিধানসভা ভোট সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement