Lok Sabha Election 2024

সাংসদের বিরোধিতায় সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ! ‘শ্যাম রাখি না অর্জুন’ দ্বন্দ্ব তৃণমূলে

অর্জুনকে যে এলাকাবাসী সাংসদ হিসাবে চাইছেন না, তার ‘প্রমাণ’ হিসাবে নিজের বিধানসভা এলাকায় কিছু মানুষের সই সংগ্রহ করেন বিধায়ক সোমনাথ শ্যাম। অভিযোগ, সাদা কাগজে অনেকের সই সংগ্রহ করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৪ ১৮:৩৯
Share:

অর্জুন সিংহ এবং সোমনাথ শ্যাম। —ফাইল চিত্র।

লোকসভা ভোটের আগে ব্যারাকপুরে আবারও প্রকাশ্যে সাংসদ অর্জুন সিংহ এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব। ব্যারাকপুর থেকে অর্জুনকে যেন লোকসভা ভোটে লড়ার টিকিট না দেয় দল, এই মর্মে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন তৃণমূল বিধায়ক সোমনাথ। তাঁর বহিষ্কার চেয়ে পাল্টা সরব হলেন তৃণমূলের একাংশ। যাঁদের মধ্যে অধিকাংশই কাঁচরাপাড়া পুরসভার কাউন্সিলর। তাঁদের দাবি, ২০২৪ সালের লোকসভা ভোটে অর্জুন সিংহকে ‘রুখে দিতে’ ‘দিশাহারা’ জগদ্দলের তৃণমূল বিধায়ক। তাঁর সঙ্গে রয়েছেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী। ওই তিন জনের বিরুদ্ধে বয়ানছাড়া সাদা কাগজে জোর করে সই করিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তৃণমূল পুরপ্রতিনিধিরা। বস্তুত, অর্জুনকে যে এলাকাবাসী সাংসদ হিসাবে চাইছেন না, তার ‘প্রমাণ’ হিসাবে নিজের বিধানসভা এলাকায় কিছু মানুষের সই সংগ্রহ করেন বিধায়ক শ্যাম। সেই সব সই সংবলিত চিঠি তিনি মমতাকে পাঠাবেন বলে জানান। কিন্তু কাঁচরাপাড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকানন্দা চৌধুরীর অভিযোগ, ‘‘অর্জুন সিংহকে রুখতে সাদা কাগজে জোর করে সই করিয়ে নেওয়া হয়েছে।’’

Advertisement

বস্তুত, ২০১৯ সালে তৃণমূলে যোগ দেওয়া সুবোধ অধিকারী ও সোমনাথ শ্যামের বিরুদ্ধে সরব হয়েছেন ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্বের বড় অংশ। এলাকায় অবৈধ ভাবে চলা জুয়া, সাট্টার ঠেক, খেলার মাঠ দখল, পুকুর বোজানো, মধুচক্র, নারীপাচার, তোলাবাজির মতো অগুনতি অভিযোগ নিয়ে সাংবাদিক বৈঠক করে সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারীর বিরুদ্ধে সরব হন একাধিক পুরপ্রতিনিধি থেকে পঞ্চায়েত সদস্য এবং তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের দাবি, দলবিরোধী অবিলম্বে সোমনাথ এবং সুবোধকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। এর আগেও অবশ্য প্রকাশ্যে অর্জুনকে টিকিট না দেওয়ার আর্জি জানিয়েছিলেন সোমনাথ এবং সুবোধ। অর্জুনের নাম না করে সোমনাথ বলেছিলেন, ‘‘খুনি পরিবারকে যেন টিকিট না দেওয়া হয়। দলের কাছে সেই আর্জি জানিয়েছি।’’

অন্য দিকে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আর এক বিধানসভা কেন্দ্র আমডাঙায় অর্জুনের সমর্থনে পোস্টার পড়েছে। সেগুলিতে লেখা হয়েছে, “অর্জুন সিংহকেই প্রার্থী চাই।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement