Asansol

বিজেপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুর্গাপুরে! তৃণমূলের দিকে আঙুল

দুর্গাপুর পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যালয়ে আগুন লাগে রবিবার দুপুর। কিছু ক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৪ ১৮:৪১
Share:

আগুন নেভানোর চেষ্টায় দমকল। —নিজস্ব চিত্র।

বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভোটের মুখে এ নিয়ে রাজনৈতিক শোরগোল পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরনিগম এলাকায়। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কার্যালয়ে আগুন লাগে রবিবার দুপুর। কিছু ক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ। আগুন নেভানোর চেষ্টা যখন চলছে,তখনই বিজেপির তরফে অভিযোগ করা হয়, এটা কোনও দুর্ঘটনা নয়। তৃণমূলের দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে তাদের কার্যালয়ে। বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতির অভিযোগ, ‘‘কার্যালয়ে কোনও লোক-না থাকার সুযোগে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।’’ তিনি দাবি করেন, এর আগেও ২৩ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলা নিয়ে তাঁরা অভিযোগ করেছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, ভোটের সময় প্রচার পেতে সব রকম চেষ্টা চালাচ্ছে বিজেপি।

দমকলের একটি ইঞ্জিনের প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্য দিকে, বিজেপির হুঁশিয়ারি, আগুন লাগার কারণ অনুসন্ধানে প্রশাসন সদ্‌র্থক ভূমিকা পালন না করলে বৃহত্তম আন্দোলন করবে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement