Lok Sabha Election 2024

উত্তরবঙ্গে মোদীর জোড়া সভা ১৬ই

নির্বাচন ঘোষণার পরে কোচবিহারের ও জলপাইগুড়িতে দু’টি সভা হয়েছে তাঁর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে সদ্যই সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Advertisement

  নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৪ ০৭:৩২
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

লোকসভা নির্বাচনের প্রচারে ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ঠিক থাকলে আগামী ১৬ এপ্রিল উত্তরবঙ্গে জোড়া সভা করার কথা তাঁর। বিজেপি সূত্রের খবর, প্রথমে রায়গঞ্জ ও মালদহ দক্ষিণ কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে রায়গঞ্জে সভা করার কথা প্রধানমন্ত্রীর। এর পরে বালুরঘাটে মোদীর সভা মালদহ উত্তর ও বালুরঘাট কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে। লোকসভা নির্বাচন ঘোষণার আগেই রাজ্যের চার জায়গায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী। নির্বাচন ঘোষণার পরে কোচবিহারের ও জলপাইগুড়িতে দু’টি সভা হয়েছে তাঁর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাটে সদ্যই সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement