প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
দেশের আত্মনির্ভরতার ত্রিবেণী হয়ে উঠেছে পোখরান— আজ রাজস্থানে ‘ভারত শক্তি মহড়া’ অনুষ্ঠানের আগে ভিডিয়ো মাধ্যমে সওয়া এক লক্ষ কোটি টাকা মূল্যের তিনটি সেমিকন্ডাক্টর প্রকল্পের শিলান্যাস করে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিকেলে ‘ভারত শক্তি মহড়া’য় ছিলেন মোদী। স্থল, বায়ু এবং নৌ সেনার সাহসিকতার প্রংশসা করে মোদী বলেন, “তাদের নির্ঘোষ সমস্ত দিকে ভারতের জয়ের প্রতীক। আমরা ভারতকে বিকশিত করতে চাই। তা হলে অন্য দেশের উপর আমাদের নির্ভরতা কমবে। ভোজ্য তেল থেকে আধুনিক বিমান—প্রতিটি ক্ষেত্রে তাই আত্মনির্ভরতার উপর জোর দিচ্ছি।”
পোখরানের প্রতি ভারতবাসীর আলাদা টান রয়েছে, এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এই পোখরান দেশের পরমাণু শক্তির সাক্ষী থেকেছে। আজ আমরা দেখছি ঘরোয়া উৎপাদন এবং দেশের শক্তির বিকাশ। ভারত শক্তি আজ রাজস্থানের মতো বীর-ভূমে হচ্ছে, তবে বিশ্বে এর প্রতিধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে।”
আজ সকালে মোদী যান সাবরমতী আশ্রমে, উদ্বোধন করেন কোচরাব আশ্রম। গান্ধী আশ্রম মেমোরিয়াল মাস্টার প্ল্যান-এরও সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “সাবরমতী আশ্রম সর্বদাই বিশেষ শক্তির উৎস। এখান থেকে আমরা বাপুর প্রদর্শিত পথে চলার অনুপ্রেরণা পাই।” সাবরমতী আশ্রম থেকেই দেশে ‘আজাদি কা অমৃত’ মহোৎসবের সূচনা হয়েছিল বলেও মনে করান প্রধানমন্ত্রী।