Lok Sabha Election 2024

বঙ্গে নোটায় ভোট ৫ লক্ষাধিক

মঙ্গলবার সন্ধ্যা আটটা পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় স্তরে বিজেপি ৩৬.৬৭% এবং এ রাজ্যে তৃণমূল পেয়েছে ৪৫.৭৮% ভোট (পরে শতাংশের হার খুব অল্প রদবদল হতে পারে)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২৪ ০৯:০৪
Share:

—প্রতীকী ছবি।

এ বারের লোকসভা নির্বাচনে দেশে এবং এ রাজ্যে লক্ষাধিক মানুষ কোনও রাজনৈতিক দল বা প্রার্থীকে ভোট দিতে রাজি হননি। দেশের নিরিখে সেই সংখ্যা ৬২ লক্ষেরও বেশি। আর এই রাজ্যের ক্ষেত্রে তা পাঁচ লক্ষ ছাপিয়ে গিয়েছে ।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যা আটটা পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, জাতীয় স্তরে বিজেপি ৩৬.৬৭% এবং এ রাজ্যে তৃণমূল পেয়েছে ৪৫.৭৮% ভোট (পরে শতাংশের হার খুব অল্প রদবদল হতে পারে)।

বিগত বেশ কয়েকটি নির্বাচনেই ‘নান অব দ্য অ্যাবভ’ (নোটা) বোতামে চাপ দেওয়ার সুযোগ দিয়ে আসছে নির্বাচন কমিশন। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এ রাজ্যে মোট যত ভোট পড়েছে তার মধ্যে পাঁচ লক্ষের বেশি ভোট পেয়েছে শুধু নোটাই। ইলেক্ট্রনিক ভোট যন্ত্রের (ইভিএম) ‘নোটা’ বোতামে চাপ দিয়েছেন ৫ লক্ষ ১৪ হাজার ৬২৯ জন ভোটার। শতাংশের হিসাবে তা ০.৮৭%। ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ‘নোটা’—বাঁকুড়ায়, ২৬ হাজার ২০৯টি। সর্বনিম্ন মালদহ দক্ষিণে, ২৭৯৭টি।

Advertisement

জাতীয় স্তরে ‘নোটা’ বোতামে চাপ দিয়েছেন ৬২ লক্ষ ৯২ হাজার ৬১৪ জন ভোটার। শতাংশের হিসাবে তা ০.৯৯%।

পশ্চিমবঙ্গে মূল রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূল একা পেয়েছে মোট ভোটের ৪৫.৭৮% ভোট। সংখ্যার হিসাবে তা ২ কোটি ৭১ লক্ষ ৯৪ হাজার ৪৪১টি। এ বার বিজেপির দখলে গিয়েছে ৩৮.৭১% বা ২
কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার ৬০৯টি ভোট। অর্থাৎ, রাজ্যে শাসক
এবং বিরোধী দলের ভোটের ব্যবধান প্রায় ৪১.৯৮ লক্ষ ভোট। ৫.৬১% বা ৩৩ লক্ষ ৩১ হাজার ৮৬২টি
ভোট পেয়েছে সিপিএম। কংগ্রেসের ঝুলিতে তা ৪.৭২% বা ২৮ লক্ষ ৬ হাজার ৫১৭টি। অন্যান্যদের দখলে ৩.৪৭% বা ২০ লক্ষ ৫৮ হাজার ৮৩৯টি ভোট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement