—প্রতীকী চিত্র।
প্রথম দফার লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি কেন্দ্রে ভোট হবে ১৯ এপ্রিল। সেই ভোটের লড়াাইয়ে থাকা ৩৭ জনের মধ্যে পাঁচ জন প্রার্থীর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে বলে সোমবার ‘ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ’ (ডব্লিউবিইডব্লিউ) এবং ‘অ্যাসোসিয়েশ ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (এডিআর)-এর রাজ্য সংযোজক উজ্জিয়িনী হালিম দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ওই প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণ করেই পাওয়া গিয়েছে এই তথ্য।
সংগঠন জানিয়েছে, যে পাঁচ জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তাঁরা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক (১৪টি মামলা), আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা (৬টি), কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (১টি), জলপাইগুড়ির সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন (২টি) এবং আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বরাইক (১টি)। বরাইক বাদে বাকি চার জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলাও রয়েছে। ডব্লিউবিইডব্লিউ-নেতৃত্বের দাবি, খুন, ধর্ষণ, অপহরণের মতো অপরাধ রয়েছে সেই তালিকায়। এ ছাড়াও যে ফৌজদারি মামলায় সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর বা তার বেশি, সেরকম মামলাও রয়েছে তালিকায়।
সংগঠন জানিয়েছে, প্রথম দফায় বঙ্গে কোটিপতি প্রার্থী রয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে শীর্ষে রয়েছেন জলপাইগুড়ি কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণ। তাঁর সম্পত্তির পরিমাণ তিন কোটি টাকার বেশি। গত বারের লোকসভা ভোটের সময় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথের সম্পত্তি আট লক্ষ টাকার বেশি (৯%) বেড়েছে। জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায় ফের ওই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত বারের তুলনায় তাঁর সম্পদ বেড়েছে প্রায় ৭৭ লক্ষ টাকার (৬৭%)।
ডব্লিউবিইডব্লিউ আরও জানিয়েছে, বঙ্গে প্রথম দফারনির্বাচনে ৪ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৭ জন প্রার্থীর মধ্যে পাঁচ জন স্নাতক, পাঁচ জন পেশাদার স্নাতক, সাত জন স্নাতকোত্তর এবং তিন জন ডক্টরেট রয়েছেন।