Mamata Banerjee in Maynaguri

আমার গাড়ি দেখে ‘চোর’ বলছে, জিভ টেনে নিতে পারতাম! নেব না, কারণ আমি মোদী-শাহ নই: মমতা

ঠিক দু’দিন পরেই শুক্রবার থেকে শুরু হচ্ছে ভোট। প্রথম দফার ভোট উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে। তার আগে জলপাইগুড়িতে তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়ের হয়ে প্রচারে এসেছিলেন মমতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১২:৫৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:৪০ key status

মোদী-শাহ এবং বিজেপিকে আক্রমণ মমতার

মমতা বললেন, ‘‘আমার গাড়ি দেখে ওরা ‘চোর’ বলছে। আমি কারও পিতৃদেবের টাকায় এক কাপ চা-ও খাইনি। চাইলে লক্ষ লক্ষ টাকা বেতন, পেনশন নিতে পারতাম। নিই না। কারণ, আমার দরকার নেই। আমার দরকার মানুষকে। মানুষই আমার সব। কী সাহস ওদের!আমাকে ‘চোর’ বলছে! ওদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে কিছু বলিনি। তা ছাড়া আমি নরেন্দ্র মোদী, অমিত শাহ নই। ওঁরা বলেন, ‘বেছে বেছে জেলে পাঠাব। উল্টো ঝুলিয়ে সিধে করে দেব’। আমি সেটা বলব না। জিভ টেনে নিতে পারলেও সেটা করব না।’’

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:৩৭ key status

ওরা কোটি কোটি টাকা খরচ করে ভিডিয়ো বানাচ্ছে বিশ্বাস করবেন না: মমতা

মমতার বক্তব্য, ‘‘বিজেপি কোটি কোটি টাকা খরচ করে ভিডিয়ো তৈরি করছে। সমাজমাধ্যমে দিচ্ছে। একদম বিশ্বাস করবেন না। যেটা চোখে দেখবেন, সেটাই বিশ্বাস করবেন না। কারণ, ওরা মিথ্যা কথা বলে।’’ 

Advertisement
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:৩১ key status

ইডি-সিবিআইয়ের অফিসারেরাও বলছে বিজেপি করো: মমতা

মমতার কথায়, ‘‘বিজেপি আর ইডি-সিবিআই ভাই ভাই,কেন্দ্রীয় এজেন্সির অফিসাররাও বলছে, ‘বিজেপি করো’।’’ 

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:১৭ key status

এরা জিতবে না, তাই এত কেন্দ্রীয় এজেন্সি, অপপ্রচার : মমতা

মমতা বললেন, ‘‘এরা জিতবে না। সেটা বুঝতে পারছে। বুঝতে পারছে বলেই এত কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শাসানি, এত অপপ্রচার, এত অত্যাচার। ৪০০ তো দূর, ২০০ পার করবে না। ওদের হালখাতা শূন্য হয়ে যাবে এ বার। তামিলনাড়ুতে স্তালিনেরা জিতবে, পঞ্জাবে অরবিন্দেরা, উত্তরপ্রদেশে অখিলেশের পার্টি জিতবে, বাংলায় আমরা লড়াই করে জিতব। বিজেপি শূন্য পাবে।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:১০ key status

বুধবার বিজেপি সমস্যা তৈরি করতে পারে, সতর্ক করলেন মমতা

বুধবার রামনবমীর দিন বিজেপি অশান্তি করতে পারে বলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘সংখ্যালঘু ভাইয়েরা অশান্তি বাড়তে দেবেন না।’’ 

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:০৮ key status

বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে: মমতা

তরুণ প্রজন্মের কাছে আবেদন মমতার। বললেন, ‘‘ইয়ং জেনারেশনের কাছে আমি আবেদন করছি, বিজেপি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এই দেশটাকে চেনো। দয়া করে দেশটাকে বাঁচাও। ধ্বংসের হাত থেকে বাঁচাও।’’ 

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:০৬ key status

জনতাকে প্রশ্ন মমতার, আসছে জবাবও

জনতাকে মমতা বললেন, ‘‘আমি প্রশ্ন করছি, আপনাদের উত্তর দিতে হবে।’’ প্রথম প্রশ্ন, ‘‘আমার মতো উত্তরবঙ্গে আগে কেউ এসেছে?’’ তার পরের প্রশ্ন, নতুন জেলা, মহকুমা, ভাষা, শিক্ষা, সার্কিট বেঞ্চ, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, মন্দির থেকে শুরু করে একের পর উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে। জনতার কাছ থেকে এল জবাবও। 

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:০০ key status

বিজেপি পকেটমারের দল! সবচেয়ে বড় চোর: মমতা

বিজেপি ইডি, সিবিআই, এনআইএর ভয় দেখাচ্ছে , আর সব বিজেপিতে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর তো ওরাই। গরিব মানুষের টাকা আটকে রেখেছে। সবচেয়ে বড় চোর বিজেপি। ১০০ দিনের টাকা লুট করছে। পিএম কেয়ার ফান্ডের নামে টাকা লুট করছে। বললেন মমতা।

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১২:৫৬ key status

বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছেন: মমতা

মমতা বলেন, ‘‘বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে দিচ্ছেন। আর ওরা দিল্লিতে গিয়ে টাকা বন্ধ করে দিচ্ছে।’’

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১২:৫২ key status

যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁরা বাংলার বাড়ির টাকা পাবেন : মমতা

মমতা বললেন, যাঁদের বাড়ি ভেঙেছে তাঁরা বাংলার বাড়ির টাকা পাবেন। 

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১২:৫১ key status

১১ লক্ষ মানুষের আবাসন এই বছরেই করব: মমতা

১১ লক্ষ মানুষের বাড়ি এই বছরেই করব। ডিসেম্বরের মধ্যে টাকা রিলিজ় করব, কথা দিয়ে যাচ্ছি, বললেন মমতা।  

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১০:৫১ key status

জলপাইগুড়ির প্রার্থীর হয়ে প্রচারে মমতা

ময়নাগুড়িতে প্রচারস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement