Lok Sabha Election 2024

দাঁতনে দ্বৈরথ মমতা-শুভেন্দুর

শেষ মুহূর্তে পরিবর্তন না হলে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় আসতে পারেন মমতা। কারণ, বৃহস্পতিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ওই দিন কেশিয়াড়ি বিধানসভার দাঁতনে কর্মসূচি রয়েছে মমতার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ০৮:০৮
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। —ফাইল ছবি।

ভোটের আঁচ বাড়তে চলেছে মেদিনীপুরে। কারণ, দাঁতনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরের দিন সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচির কথা ঘোষণা করল বিজেপি।

Advertisement

শেষ মুহূর্তে পরিবর্তন না হলে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় আসতে পারেন মমতা। কারণ, বৃহস্পতিবার একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ওই দিন কেশিয়াড়ি বিধানসভার দাঁতনে কর্মসূচি রয়েছে মমতার। মঙ্গলবার বিজেপি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীর সভার পরের দিন অর্থাৎ শুক্রবার জেলায় আসবেন শুভেন্দু। মেদিনীপুরের দলীয় প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে সভা হতে পারে সেই দাঁতনেই। সে অর্থে পাল্টা সভা নয়। কিন্তু ঘটনাচক্রে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই হেভিওয়েটের আক্রমণ-প্রতি আক্রমণের সাক্ষী থাকতে চলছে দাঁতন। সেখানে ঘোলাইতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রায় তিন কিলোমিটারের মধ্যে সভা করবে বিজেপি। শুভেন্দুর সভাস্থল ঠিক হয়েছে সরাইবাজার সংলগ্ন ময়দান।

একটি কর্মী বৈঠকেও অংশ নিতে পারেন শুভেন্দু। সেটি হতে পারে রেলশহর খড়্গপুরে। আবারও ঘটনাচক্রে সমাপতন। কারণ, এ বারের সফরে মুখ্যমন্ত্রীর থাকার কথা খড়্গপুরেই। জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত বলেন, ‘‘শুভেন্দুদা ২৬ এপ্রিল জেলায় আসবেন। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।’’ মুখ্যমন্ত্রীর সফর শুরু হচ্ছে দাঁতন দিয়ে। শুভেন্দু বেছে নিয়েছেন ঝাড়গ্রামকে। ওই দিন শুরুতে ঝাড়গ্রামে যেতে পারেন শুভেন্দু। সেখান থেকেই পশ্চিম মেদিনীপুরে আসার কথা তাঁর। ঝাড়গ্রামের লোধাশুলিতে তাঁর জনসভা রয়েছে। দলীয় প্রার্থী প্রণত টুডুর সমর্থনে। দলীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে, তাতে ওই দিন শুরুতে ঝাড়গ্রামের লোধাশুলিতে সভা করবেন বিরোধী দলনেতা। তারপর খড়্গপুরে এসে কর্মী বৈঠক করবেন তিনি। এখান থেকে যাবেন দাঁতনে। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার দাঁতনের সভা সেরে যেতে পারেন পূর্ব মেদিনীপুরের মহিষাদল। পরের দিনও দু’টি সভা রয়েছে মমতার। একটি হবে পশ্চিম মেদিনীপুরের পিংলায় এবং দ্বিতীয়টি হবে ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত গড়বেতায়।

Advertisement

একে গরম। তার উপর হাতে সময়ও কম। ফলে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে পুলিশ -প্রশাসনের অন্দরে। রাজনৈতিক দলগুলিরও প্রস্তুতি চলছে জোরকদমে। তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা বলেন, "সামনেই দিদি জেলায় আসছেন। পরে আবারও আসবেন। আমরা দিদিকে বলেছিলাম, কেশিয়াড়ি বিধানসভায় সভা করার কথা। দিদি সম্মতি দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী এমনই একজন, যাঁকে দেখার, যাঁর কথা শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকেন। আমরা সভাস্থলে গিয়েছি। প্রস্তুতি খতিয়ে দেখেছি।" বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি শঙ্কর গুছাইত বলেন, "শুভেন্দুদা ২৬ এপ্রিল জেলায় আসবেন। পরে আবারও আসবেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব প্রচারে আসবেন। প্রচার এখন টানা চলবে।"

ইতিমধ্যে দু’দফায় পশ্চিম মেদিনীপুরে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার আসছেন মমতা। শুভেন্দুও জেলায় এই প্রথম প্রচার শুরু করতে চলেছেন। প্রথম দু’দফায় নির্বাচন ছিল উত্তরবঙ্গে। সেখানেও দেখা গিয়েছিল কখনও একই সময়ে আবার কখনও দু’একদিনের ব্যবধানে সভা করেছিলেন হেভিওয়েটরা। সেই পর্ব শুরু হতে চলেছে মেদিনীপুরে। তবে উত্তরবঙ্গে গেরুয়া শিবিরে হেভিওয়েটদের মধ্যে একাধিক বার দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের। মেদিনীপুরেও কি তাঁরা আসবেন? এখন চূড়ান্ত হয়নি তাঁদের কর্মসূচি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement