(বাঁ দিকে) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।
আগামী ২৬ এপ্রিল রায়গঞ্জ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট। ফলে, ভোটের আর এক সপ্তাহও বাকি নেই। মালদহে পরের দফাতেই ভোট। এই পরিস্থিতিতে, শেষ মূহূর্তের প্রচারে তৃণমূল-বিজেপির নজর এই ৩ কেন্দ্রে।
তৃণমূল সূত্রে খবর, আজ, শনিবার মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গাজলের কলেজ মাঠে জনসভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই সভার পরে, দুপুরে মালদহ দক্ষিণের দলীয় প্রার্থী শাহনওয়াজ আলি রায়হানের সমর্থনে মানিকচকের এনায়েতপুরে আর একটি জনসভায় গিয়ে যোগ দেওয়ার কথা তৃণমূল নেত্রীর। কাল, রবিবার বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লবের সমর্থনে বালুরঘাটে জনসভা করার কথা তাঁর। শনিবারই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদহ উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ার পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে জনসভা করবেন। এর পরে, তাঁর মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে দ্বিতীয় জনসভা করার কথা ইংরেজবাজারের সেকেন্দরপুরে।
মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সী বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর দু’টি জনসভায় মানুষের ভিড় উপচে পড়বে বলে আমরা আশাবাদী।’’ বিজেপির মালদহের জেলা নেতা গৌরচন্দ্র মণ্ডলেরও দাবি, শুভেন্দুর দু’টি সভাতেই ভিড় উপচে পড়বে।
শনিবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের লোধনে রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে নির্বাচনী জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে, অভিষেক বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে ইটাহারে রোড-শো করবেন।
পরশু, সোমবার চাকুলিয়া ও করণদিঘিতে জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, “অভিষেক ও দলনেত্রীর প্রতিটি কর্মসূচির প্রস্তুতি শেষের পথে।” সে দিন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে হরিরামপুরে জনসভা করার কথা শুভেন্দুর। সুকান্ত বলেন, “সভার প্রস্তুতি চলছে।”
তথ্য: গৌর আচার্য, জয়ন্ত সেন, মেহেদি হেদায়েতুল্লা ও অনুপরতন মোহান্ত