Lok Sabha Election 2024

চলতি মাসে জেলায় অভিষেক-মমতা

গত ১০ মার্চ ব্রিগেডের ‘জন গর্জন’ সমাবেশের মঞ্চ থেকে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন অভিষেক। সেদিন সামনে আসে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দেবাংশুর নাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ০৭:৪১
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

শেষবার জেলায় এসেছিলেন গত বছর পঞ্চায়েত ভোটের আগে— জনজোয়ার কর্মসূচিতে যোগ দিতে। সামনে আরেকটি নির্বাচন। সেই লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রের দলীয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে ফের জেলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৫ এপ্রিল তিনি তমলুকে তৃণমূলের কর্মী সভা করবেন। শুধু অভিষেক নন, সব কিছু ঠিক থাকলে হয়তো চলতি এপ্রিলেই জেলায় সভা করতে আসবেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের দুই শীর্ষ নেতার কর্মসূচি ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে জেলা তৃণমূলে।

Advertisement

গত ১০ মার্চ ব্রিগেডের ‘জন গর্জন’ সমাবেশের মঞ্চ থেকে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন অভিষেক। সেদিন সামনে আসে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দেবাংশুর নাম। তাঁর নাম ঘোষণার সময়ে অভিষেক তাঁকে ‘ভ্রাতৃসম’ বলে উল্লেখ করেছিলেন। সেই ‘ভাই’য়ের সমর্থনেই তিনি তমলুকে আসছেন। দলীয় সূত্রের খবর, আগামী ১৫ এপ্রিল তমলুক লোকসভা এলাকার দলীয় কর্মীদের নিয়ে তমলুকে সভা করবেন অভিষেক। বুধবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফে তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বকে তাঁর জেলা সফরের কর্মসূচির বিষয়ে জানানো হয়। এর পরেই কর্মী সভার প্রস্তুতি শুরু হয়েছে।

তৃণমূলের তমলুক লোকসভা নির্বাচনী কমিটির চেয়ারম্যান সৌমেন মহাপাত্র এবং দলের সাংগঠনিক জেলা নেতৃত্ব এদিন বিকেলেই জরুরি বৈঠকে বসেন। অভিষেকের ওই কর্মসূচির স্থান নির্বাচন থেকে সভায় দলের কতজন কর্মীকে ডাকা হবে, সে বিষয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, জেলা (তমলুক) সভাপতি অসিত বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান চিত্ত মাইতি এবং শাখা সংগঠনগুলি জেলা নেতৃত্ব। বৈঠকে জানা গিয়েছে, ১৫ এপ্রিল দুপুর ২টোর সময় অভিষেক মেচেদা সংলগ্ন একটি অতিথিশালায় সভাটি করবেন। সেখানে মেরেকেটে ১৫০-২০০ কর্মী-সমর্থক থাকবেন। তাঁদের নামের তালিকায় রাজ্য নেতৃত্ব পাঠাবেন।

Advertisement

তমলুক লোকসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় রয়েছে। এই জেলার দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারী এবং হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক এবং কাঁথি— দুই কেন্দ্রই জিতিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিতে বদ্ধ পরিকর শুভেন্দু। ফলে এই জেলায় তৃণমূলের প্রার্থী দেবাংশুকে জেতাতে এবং তাঁর সমর্থনে অভিষেকের পাশাপাশি, সভা করবেন খোদ মমতাও। এর আগে পড়শি জেলা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্রের দলীয় প্রার্থী দেবের সমর্থনে মমতা দিন কয়েক আগে প্রচারে এসেছিলেন। এবার পালা পূর্ব মেদিনীপুরের।

তৃণমূল সূত্রের খবর, অভিষেকের ওই কর্মসূচির কয়েকদিন পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় আসবেন। সেই দিন এখনও ঠিক না হলেও জানা যাচ্ছে, আগামী ২৫ এপ্রিলের মধ্যে তমলুক লোকসভা কেন্দ্র এলাকার মধ্যে কোথাও মমতা ওই সভা করবেন। এ ব্যাপারে তৃণমূলের তমলুক লোকসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান সৌমেন মহাপাত্র বলেন, ‘‘আগামী ১৫ এপ্রিল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তমলুকে আসবেন। আর ২৫ এপ্রিলের মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসবেন। দলের রাজ্য নেতৃত্ব ওই কর্মসূচির বিষয়ে প্রাথমিকভাবে জানিয়েছেন। স্থান চূড়ান্ত, অন্য প্রস্তুতি নিয়ে জেলা নেতৃত্বদের নিয়ে বৈঠক হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement