Lok Sabha Election 2024

‘বলাগড় মাস্টারপ্ল্যান’ চাইছে ব্লক তৃণমূল

ভাঙন জাতীয় বিপর্যয়। বলাগড়ের মানুষের জন্য কোনও দিন ভাবেনি কেন্দ্র। তাই আগামী ৮ মে’র সভায় মুখ্যমন্ত্রীর কাছে বলাগড়বাসীর তরফ থেকে বলাগড় মাস্টারপ্ল্যানের আবেদন জানাব।

Advertisement

বিশ্বজিৎ মণ্ডল

বলাগড় শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ০৯:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

হুগলির বলাগড় ব্লকে গঙ্গার ভাঙন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বিস্তীর্ণ এলাকার মানুষ। এই পরিস্থিতিতে ভাঙন রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ‘বলাগড় মাস্টারপ্ল্যান’-এর আর্জি জানানোর সিদ্ধান্ত নিল ব্লক তৃণমূল।

Advertisement

আগামী ৮ মে এখানকার বাকুলিয়া ধোবাপাড়া পঞ্চায়েতের গঙ্গাধরপুরে ভোটপ্রচারে সভা করতে আসছেন মমতা। সেখানেই তাঁর হাতে ওই আবেদনপত্র তুলে দেওয়া হবে বলে জানান ব্লকের নির্বাচন কমিটির আহ্বায়ক তথা ডুমুরদহ-নিত্যানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায়।

ভোটের আবহে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের বক্তব্য, গঙ্গাভাঙন রোধে সার্বিক ব্যবস্থা নেওয়া কেন্দ্রের দায়িত্ব। কেন্দ্র হাত গুটিয়ে থাকাতেই ভাঙন ঠেকানো যাচ্ছে না। অভিযোগ উড়িয়ে এর দায় তৃণমূলের উপরেই চাপিয়েছে বিজেপি। মাস্টারপ্ল্যানের আর্জির
কথা ‘তৃণমূলের ভাঁওতা’ বলে তারা মনে করছে।

Advertisement

মুখ্যমন্ত্রীর সভা নিয়ে বুধবার মহীপালপুরে প্রস্তুতি বৈঠক করে তৃণমূল। দলের হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি অরিন্দম গুইন, বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, ব্লক সভাপতি নবীন গঙ্গোপাধ্যায়-সহ অন্যেরা উপস্থিত ছিলেন। সেখানেই ‘বলাগড় মাস্টারপ্ল্যানে’র জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানানোর কথা ঠিক হয় বলে শ্যামাপ্রসাদ জানান। তিনি বলেন, ‘‘গত পাঁচ বছরে বলাগড়ে গঙ্গার ভাঙন নিয়ে কোনও অর্থ বরাদ্দ করেনি কেন্দ্র। ভাঙন জাতীয় বিপর্যয়। বলাগড়ের মানুষের জন্য কোনও দিন ভাবেনি কেন্দ্র। তাই আগামী ৮ মে’র সভায় মুখ্যমন্ত্রীর কাছে বলাগড়বাসীর তরফ থেকে বলাগড় মাস্টারপ্ল্যানের আবেদন জানাব। আশা করি তিনি সাড়া দেবেন।’’

এ নিয়ে হুগলির বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দাবি, ‘‘গঙ্গা ভাঙন রোধে অনেক বার কেন্দ্র থেকে টাকা এসে ফেরত গিয়েছে। সংসদে বহু বার ভাঙন
নিয়ে কথা বলতে গেলে তৃণমূলের সাংসদরা আমাকে বলতে দেয়নি।’’ মুখ্যমন্ত্রীর ‘ঘাটাল মাস্টারপ্ল্যানে’র ঘোষণার কথা উল্লেখ করে লকেটের কটাক্ষ, ‘‘ঘাটাল মাস্টারপ্ল্যানের মতো বলাগড় মাস্টারপ্ল্যানও তৃণমূলের ভাঁওতা। ওদের মডেল একটাই, মাফিয়ারাজ-মডেল।’’

বলাগড়ে বহু বাড়িঘর, জমিজিরেত ভাঙনে তলিয়ে গিয়েছে। বর্তমানে ব্লকের ১৩টি পঞ্চায়েতের মধ্যে ন’টিই কমবেশি ভাঙনের কবলে। সমস্যা বেশি শ্রীপুর বলাগড়, জিরাট, গুপ্তিপাড়া ১ ও ২ পঞ্চায়েতে।

ভাঙন রোধে পাকাপাকি ব্যবস্থা কবে হয়, সে দিকেই তাকিয়ে বলাগড়বাসী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement