Lok Sabha Election 2024

‘নিষ্ক্রিয়’ পুলিশ, ক্ষুব্ধ বিজেপি

বিজেপির অভিযোগ, শনিবার বর্ধমান থানার অদূরে ষাঁড়খানা গলিতে সোমনাথ হালদার নামে দলের এক কর্মীকে মারধর করে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ০৮:৪৬
Share:

থানা ঘেরাও বর্ধমানে। নিজস্ব চিত্র।

তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার বিকেলে বর্ধমান থানার সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। পুলিশের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগও তোলা হয়। বিক্ষোভে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। পরে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা-র নেতৃত্বে দলের প্রতিনিধিরা বর্ধমান থানার আইসি-র সঙ্গে দেখা করেন। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ থামে। এ দিন সন্ধ্যায় আবার প্রার্থী দিলীপ ঘোষের প্রচারে বাধার অভিযোগ ওঠে বর্ধমানর পাববীরহাটায়।

Advertisement

বিজেপির অভিযোগ, শনিবার বর্ধমান থানার অদূরে ষাঁড়খানা গলিতে সোমনাথ হালদার নামে দলের এক কর্মীকে মারধর করে তৃণমূল। সে দিন পুলিশে অভিযোগ করা হয়। কিন্তু অভিযুক্তদের ধরার পরিবর্তে সোমনাথকে থানায় ডেকে ম্যাজিস্ট্রেটের সামনে কী বয়ান দিতে হবে, তা পুলিশ শিখিয়ে দিচ্ছিল। সোমনাথ থানা থেকে বেরিয়ে এসে পুলিশের ভূমিকার কথা দলের নেতাদের জানান। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বুধবার বর্ধমানে এসে অভিযোগ করেন, “বর্ধমান দক্ষিণের বিধায়ক (খোকন দাস) ভোট পরবর্তী হিংসায় যুক্ত। তাঁর প্রশ্রয়ে দুষ্কৃতীরা আক্রমণ করছে। বিজেপি বাড়ি বাড়ি প্রচারে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা পিছু নিচ্ছে। এখন আবার আক্রান্তের বয়ানও বদল করতে বলছে পুলিশ!” বিজেপির জেলা সভাপতির দাবি, “তৃণমূল জানে, চুরি ছাড়া জিততে পারবে না। সে কারণে ভোটারদের ভয় দেখাচ্ছে। বিধায়কের মদতেই এ সব হচ্ছে।”

তৃণমূল বিধায়কের পাল্টা দাবি, “মুখ্যমন্ত্রীর মিছিলে বহু মানুষ যোগ দিয়েছেন। বিভিন্ন ওয়ার্ডে মানুষ ঝাঁপিয়ে পড়েছেন। বিজেপির সঙ্গে লোক কোথায়? হেরে যাবে বুঝতে পেরে হতাশা থেকে নাটক করছে বিজেপি।”

Advertisement

পুলিশের দাবি, যে ঘটনা ঘিরে বিজেপির এই বিক্ষোভ, সেটিতে পুলিশ যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করেছে। খবর পেয়েই পুলিশের গাড়ি ঘটনাস্থলে যায়। আক্রান্ত থানায় এসে ডায়েরি করেন। বর্ধমান থানা আদালতে বিধি মেনে ডায়েরি পাঠিয়ে প্রসিকিউশনের আবেদন করেছে। কিন্তু আদালতের নির্দেশ মেলেনি। এফআইআর-ই যেখানে হয়নি, সেখানে গোপন জবানবন্দির প্রশ্ন নেই। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, “নির্দিষ্ট অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement