হরিহরপাড়ার কৃষক বাজার ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ভিডিয়ো থেকে।
লোকসভা নির্বাচনের যে সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে, সেগুলিকে ভুয়ো বলে উল্লেখ করেছেন মমতা। বলেন, ‘‘দেশে ২০০টি আসনও পাবে না বিজেপি। সব সমীক্ষা ভুয়ো। লক্ষ লক্ষ টাকা ঢেলে সমীক্ষা করেছে। ওতে কান দেবেন না। মানুষের চোখ বলছে, বিজেপি জিতবে না।’’
শুক্রবারের সভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা। বলেন, ‘‘যার বিয়ে সে-ই পুরোহিত— এটা প্রথম দেখছি। কী করে রাজ্যের পুলিশকে পুরো বাদ দিয়ে আপনারা শুধু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাচ্ছেন? যাতে লোকে ভোট দিতে না পারে?’’
‘ইন্ডিয়া’ প্রসঙ্গে মুর্শিদাবাদের সভা থেকে মমতা বলেন, ‘‘কেউ কেউ বলছে, আমরা ‘ইন্ডিয়া’, আমাদের ভোট দিন। ‘ইন্ডিয়া’ এখানে নেই, ওটা দিল্লির। আমিই তৈরি করেছি। কংগ্রেস, সিপিএম এখানে ‘ইন্ডিয়া’ নয়। ওরা বিজেপি করে। ওদের একটা ভোট দেওয়া মানে বিজেপিকে দুটো ভোট দেওয়া। একটা ভোটও দেবেন না।’’
মুর্শিদাবাদের সভা থেকে মমতা বলেন, ‘‘আমি মিথ্যা কম বলি। সংসারে শান্তি বজায় রাখার জন্য যেটুকু প্রয়োজন, তার বাইরে মিথ্যা বলি না। রাজনীতিতে এই কারণেই আমি টিকে আছি।’’
১০০ দিনের কাজের বিকল্প হিসাবে রাজ্যে ৫০ দিনের কাজের গ্যারান্টি দিলেন মমতা। বললেন, ‘‘কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা দেয় না। আমি গ্যারান্টি দিচ্ছি। ৫০ দিনের কাজ করতে পারবেন। কেউ চাইলে ৬০ দিনও করতে পারেন।’’
বিজেপির প্রকল্প বাংলায় করতে দেবেন না বলে জানান মমতা। বলেন, ‘‘আয়ুষ্মান ভারত’ করতে দেব কেন? কারও ঘরে স্কুটার থাকলে টাকা পাওয়া যাবে না। সবাই টাকা পাবে না এতে। আমরা নয় কোটি মানুষকে পরিষেবা দিচ্ছি। আমরা কেন ওই প্রকল্প করতে দেব?’’
মুর্শিদাবাদের সভা থেকে মমতা বলেন, ‘‘কেন্দ্রের বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে আগামী দিনে তিনিই নেতৃত্ব দেবেন। তবে বাংলায় সিপিএম এবং কংগ্রেস বিজেপির দালালি করে। তাই এখানে ওদের সমর্থন করব না।’’
মমতা বলেন, ‘‘দরকার হলে না খেয়ে থাকব, তবে বাংলায় এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বলছি। আমার জীবন থাকতে এনআরসি করতে দেব না।’’
মমতা বলেন, ‘‘পরিযায়ী শ্রমিকেরা যাঁরা রমজানে বাড়ি এসেছেন, ভোট না দিয়ে নড়বেন না এক পা-ও। ভোট না দিলে আধার কার্ড থেকে আপনার নাম বাদ দিয়ে দেবে। সিএএ, এনআরসি-তে নাম ঢুকিয়ে দেবে। বাংলায় এনআরসি হতে দেব না।
হরিহরপাড়ার মঞ্চ থেকে বিজেপি আক্রমণ করেন মমতা। বলেন, ‘‘এই মুর্শিদাবাদেই গদ্দার মিরজ়াফর বাংলাকে হারিয়ে দিয়েছিল। যারা প্রচুর টাকা করেছে তারাই বিজেপি করে। ওরাই ইডি, সিবিআইকে ভয় পায়। ১০ বছরে একটা কাজও করেনি বিজেপি।
হরিহরপাড়ার কৃষক বাজার ময়দানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন মুর্শিদাবাদের প্রার্থী আবু তাহের খান, বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান এবং অন্যান্য জেলা নেতৃত্ব।