মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। ছবি ফেসবুক।
এন্টালি থেকে শুরু হওয়া পদযাত্রা বালিগঞ্জ ফাঁড়িতে এসে শেষ করলেন মুখ্যমন্ত্রী। ৫০ মিনিটের বেশি সময় ধরে হাঁটলেন তিনি। এখান থেকেই তিনি সোজা চলে যাবেন বেহালা। সেখানে জনসভা করবেন মমতা।
আদি বালিগঞ্জ থেকে মমতার পদযাত্রা পাম অ্যাভিনিউ হয়ে এগিয়ে চলেছে বালিগঞ্জ ফাঁড়ির দিকে। সেখানেই পদযাত্রা শেষ করবেন তৃণমূলনেত্রী। ভিড় থেকে এক মহিলা দড়ির ব্যারিকেড টপকে চলে আসেন মমতার কাছে। তাঁর পায়ে হাত দিয়ে প্রণামও করেন। মমতা তাঁকে তুলে বুকে জড়িয়ে নেন।
ভিড় থেকে অনেকেই এগিয়ে এসে তৃণমূলনেত্রীর হাতে পুষ্পস্তবক দেন।
পার্ক সার্কাস হয়ে মমতার পদযাত্রা আদি বালিগঞ্জ পৌঁছল। তাঁকে দেখে নিজস্বী তোলার হিড়িকও দেখা গেল কর্মী-সমর্থকদের।
রাস্তার দু’পাশে ভিড় করা কর্মী-সমর্থকদের উল্লাসের ছবি ধরা পড়ছে। তৃণমূলনেত্রী সকলের উদ্দেশে করজোড়ে প্রণাম করতে করতে এগিয়ে যান।
এন্টালি থেকে শুরু করে মল্লিকবাজার হয়ে মমতার পদযাত্রা পার্ক সার্কাসে পৌঁছল।
রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা জনতার দিকে হাত নাড়তে নাড়তে এগিয়ে চলেছেন তৃণমূলনেত্রী। মমতার পাশেই হাঁটছেন ফিরহাদ হাকিম। সঙ্গে রয়েছেন মালা রায়ও।
উত্তর কলকাতার এন্টালি থেকে মুখ্যমন্ত্রীর পদযাত্রা শুরু হয়। তাঁকে দেখতে রাস্তার দু’পাশে ভিড় করেছে উৎসাহী জনতা। দলীয় কর্মী-সমর্থকেরা স্লোগান দিতে থাকেন।
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের এন্টালি থেকে শুরু হল মমতার পদযাত্রা। তাঁর সঙ্গে রয়েছেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়।
মঙ্গলবার তৃণমূলের সর্বময় নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া পদযাত্রা। প্রথমে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে পদযাত্রা করেন তিনি। তার পর কলকাতার দুই কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে হাঁটছেন মমতা। শেষে বেহালায় জনসভাও করবেন তিনি।