উত্তর কলকাতায় কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন। আমহার্স্ট স্ট্রিটে। —নিজস্ব চিত্র।
কলকাতায় নির্বাচনী প্রচারে বাম ও কংগ্রেসের যৌথ ভাবে পথে নামার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে আজ, শনিবার। কলকাতা উত্তর কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের হয়ে প্রচারে নামার কথা স্বয়ং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। বেলেঘাটার গান্ধী ভবনে শ্রদ্ধা নিবেদেন করে তার পরে প্রচার কর্মসূচি শুরু হবে। বিমানবাবু জানিয়েছেন, শরীর খুব সুস্থ না থাকলেও তিনি আজ ওই কর্মসূচিতে অবশ্যই যেতে চান। তার আগে শুক্রবারই কংগ্রেসের কর্মিসভা ছিল প্রার্থী প্রদীপকে নিয়ে। সভাপতিত্ব করেছেন উত্তর কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায় চৌধুরী। দক্ষিণ কলকাতায় প্রার্থী হতে না পেরে কংগ্রেস জেলা সভাপতি প্রদীপ প্রসাদ যখন বামেদের উদ্দেশে নানা কটাক্ষ ছুড়ে দিচ্ছেন, কংগ্রেস কর্মী-সমর্থকদের জোট-প্রার্থীর হয়ে কাজে না নামার বার্তা দিচ্ছেন, উত্তরের কর্মিসভায় তখন বামফ্রন্টের সঙ্গে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হয়েছে। উত্তরের জেলা সভাপতি রানা বলেছেন, ‘‘আমাদের অতীত ইতিহাসে যদি কোনও বিভেদ থাকে, সব কিছু ভুলে গিয়ে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।’’ বক্তা ছিলেন উত্তর কলকাতার সমন্বয়ের দায়িত্বে থাকা দীপ্তিমান ঘোষ, প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায় চৌধুরী, স্বরূপ বসু প্রমুখ। সুমনের বক্তব্য, ‘‘এই কঠিন সময়ে যখন দলের অনেক শীর্ষ নেতা নির্বাচনী ময়দান থেকে সরে থাকছেন , সেখানে এই লড়াইয়ে নেমে প্রদীপবাবু দৃষ্টান্ত স্থাপন করেছেন।’’ কংগ্রেসের প্রয়াত নেতা সোমেন মিত্রের পুরনো ঠিকানা ৪৫ নম্বর আমহার্স্ট স্ট্রিটে এ দিনই সন্ধ্যায় বাম ও কংগ্রেস নেতাদের উপস্থিতিতে কলকাতা উত্তরের কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়েছে।