—প্রতিনিধিত্বমূলক ছবি।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে শনিবার ভোটের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কোন রাজ্যে কবে এবং কত দফায় ভোট হবে, ইতিমধ্যেই তা জানিয়ে দেওয়া হয়েছে। কলকাতা-সহ দেশের মহানগরগুলিতে কবে এবং কত দফায় ভোট হবে, তা-ও প্রকাশ্যে এসেছে।
কমিশনের দেওয়া সূচি অনুযায়ী, কর্নাটকে ভোট হবে দু’দফায়। তবে রাজধানী শহর বেঙ্গালুরুতে ভোট হবে এক দফাতেই। কর্নাটকে মোট চারটি লোকসভা কেন্দ্র রয়েছে। চারটি কেন্দ্রেই আগামী ২৬ এপ্রিল, অর্থাৎ লোকসভার দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন নির্বাচন হবে।
তামিলনাড়ুতে এক দফাতেই লোকসভা নির্বাচন হচ্ছে। রাজধানী শহর চেন্নাইতেও ভোট হচ্ছে এক দফাতেই। চেন্নাইয়ে মোট তিনটি লোকসভা কেন্দ্র রয়েছে। ১৯ এপ্রিল, লোকসভার প্রথম দফার ভোটগ্রহণের দিন তিন কেন্দ্রেই নির্বাচন হবে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
মহারাষ্ট্রে মোট পাঁচ দফায় ভোট হচ্ছে। তবে মুম্বইয়ের ছ’টি আসনে ভোট হচ্ছে এক দফাতেই। ২০ মে, লোকসভার পঞ্চম দফার ভোটগ্রহণের দিন এই ছয় কেন্দ্রে নির্বাচন হবে।
তেলঙ্গানায় লোকসভা ভোট হচ্ছে এক দফাতেই। ১৩ মার্চ, লোকসভার চতুর্থ দফার ভোটগ্রহণের দিন হায়দরাবাদের পাঁচটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে।
দিল্লির সাতটি আসনে ভোটগ্রহণ হবে ২৫ মে। ওই দিন লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ হবে। হরিয়ানার গুরুগ্রামেও ভোট হবে ২৫ মে। দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের নয়ডায় ভোট হবে ২৬ এপ্রিল।
কলকাতার দু’টি আসন, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় ভোট হবে ১ জুন। ওই দিনই লোকসভা ভোটের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গে অবশ্য মোট সাত দফায় ভোট হবে।