JP Nadda

জুন পর্যন্ত নড্ডারই সভাপতিত্বে সিলমোহর

দ্বিতীয় মোদী সরকারে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার ফলে দলের সভাপতি পদ ছেড়ে দেন। পরিবর্তে প্রথমে অস্থায়ী ভাবে ও পরে ২০২০ সালে পূর্ণ সময়ের জন্য সভাপতি হন জে পি নড্ডা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৩০
Share:

জে পি নড্ডা। ছবি: পিটিআই।

দিন কয়েক আগেই দলে সাংগঠনিক পর্যায়ে ভোট করানোর দাবি করেছিলেন বিজেপির বিতর্কিত নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বিশেষ করে দলীয় সভাপতি জে পি নড্ডার মেয়াদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। আজ দলীয় সভাপতি হিসাবে নড্ডার মেয়াদ আগামী জুন মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিলেন দলের শীর্ষ নেতৃত্ব। যার অর্থ, লোকসভা নির্বাচন পর্যন্ত দলের সভাপতি থাকছেন নড্ডা।

Advertisement

দ্বিতীয় মোদী সরকারে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ দেওয়ার ফলে দলের সভাপতি পদ ছেড়ে দেন। পরিবর্তে প্রথমে অস্থায়ী ভাবে ও পরে ২০২০ সালে পূর্ণ সময়ের জন্য সভাপতি হন জে পি নড্ডা। কিন্তু গত বছরের জানুয়ারি মাসেই সভাপতি হিসাবে মেয়াদ শেষ হয়ে যায় তাঁর। কিন্তু দেড় বছরের মাথায় লোকসভা নির্বাচনের কথা ভেবে সে সময়েই নড্ডার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় দল।

এ দিকে দল কেন নতুন সভাপতি নির্বাচিত করছে না, সেই প্রশ্ন তুলে গত সপ্তাহেই বিবাদ উস্কে দেন স্বামী। বিজেপি সূত্রের মতে, নড্ডার মেয়াদ বাড়ার মৌখিক সিদ্ধান্তে তাই দলীয় সিলমোহর দিতে বৈঠকে বসেন দলের শীর্ষ নেতৃত্ব। আজ অমিত শাহ বলেন, নড্ডার সভাপতি পদের মেয়াদ আগামী জুন মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে সায় দিয়েছে জাতীয় কাউন্সিল। পাশাপাশি লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে নড্ডার হাতে বিশেষ কিছু ক্ষমতাও দেওয়া হয়েছে। দলীয় সূত্রের মতে, আগে ওই সিদ্ধান্ত নিতে সংসদীয় বোর্ডের সমর্থন লাগত। যা সময়সাপেক্ষ। তাই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে সভাপতির হাতে কিছু বাড়তি ক্ষমতা দিয়ে রাখা হল। তবে ওই সিদ্ধান্ত পরবর্তী সময়ে সংসদীয় বোর্ডের বৈঠকে পাশ করিয়ে নিতে হবে নড্ডাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement