BJP

ভোটে বিজেপিকে ‘সাজা’ দিতে ডাক কিসান মোর্চার

মোদী সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির সীমানায় সংযুক্ত কিসান মোর্চা এক বছর আন্দোলন করার পরে কেন্দ্র তিন আইন প্রত্যাহার করেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৪ ০৯:২৯
Share:

—প্রতীকী ছবি।

ফসলের দামের আইনি গ্যারান্টির প্রতিশ্রুতি পূরণ না করার জন্য লোকসভা ভোটের আগে দিল্লিতে দাঁড়িয়ে গোটা দেশের কৃষক সংগঠনগুলি বিজেপি সরকারকে ‘সাজা দেওয়া’-র ডাক দিল।

Advertisement

মোদী সরকারের তিন কৃষি আইনের বিরুদ্ধে দিল্লির সীমানায় সংযুক্ত কিসান মোর্চা এক বছর আন্দোলন করার পরে কেন্দ্র তিন আইন প্রত্যাহার করেছিল। আজ গোটা দেশের কৃষক সংগঠনগুলির সেই মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা দিল্লির রামলীলা ময়দানে ‘কিসান-মজদুর মহাপঞ্চায়েত’ থেকে ‘বিজেপির সত্য ফাঁস করো, বিরোধিতা করো, সাজা দাও’-এর ডাক দিয়েছে। কৃষক নেতাদের অভিযোগ, দিল্লির সীমানায় কৃষকদের ৩৮০ দিনের আন্দোলন প্রত্যাহার করতে মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, ফসলের ন্যূনতম দামের আইনি গ্যারান্টি দেওয়া হবে। কৃষি ঋণ মকুব করা হবে। আন্দোলনের সময় প্রাণ হারানো কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু কোনও প্রতিশ্রুতিই পূরণ হয়নি।

পঞ্জাব-হরিয়ানা সীমানায় বেশ কিছু কৃষক সংগঠন সম্প্রতি ফসলের দামের আইনি গ্যারান্টির দাবিতেই আন্দোলন চালাচ্ছিল। তাতে সংযুক্ত কিসান মোর্চা যোগ দেয়নি। কিন্তু সেই কৃষকদের উপরে যে ভাবে পুলিশি অত্যাচার চালানো হয়েছে, ড্রোন থেকে কাঁদানে গ্যাসের শেল ফেলা হয়েছে, দিল্লির সীমানার ফের পেরেক পুঁতে, কাঁটাতার, কংক্রিটের পাঁচিল, লোহার ব্যারিকেড ফেলে তাঁদের দিল্লি আসার রাস্তায় বাধা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধেও সরব হয়েছেন কৃষক নেতারা। কৃষক শুভকরণ সিংহের মৃত্যুর প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ ও কেন্দ্র, হরিয়ানার সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তের দাবি উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement