Lok Sabha Election 2024

লোকসভা ভোটের আগে রাজ্যে উদ্ধার পৌনে ১১ কোটি হিসাব-বহির্ভূত নগদ: নির্বাচন কমিশন

বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, এ পর্যন্ত কত হিসাব-বহির্ভূত নগদ, মদ, মাদক উদ্ধার হয়েছে রাজ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ২৩:২১
Share:

রাজ্য নির্বাচন কমিশন। —ফাইল চিত্র।

রাজ্যে লোকসভা নির্বাচন যাতে স্বচ্ছ এবং অবাধ হয়, তার জন্য সক্রিয় নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, এ পর্যন্ত কত হিসাব-বহির্ভূত নগদ, মদ, মাদক উদ্ধার হয়েছে রাজ্যে।

Advertisement

ওই প্রেস বিজ্ঞপ্তি জানাচ্ছে, বুধবার তালিকা প্রকাশের আগে পর্যন্ত এ রাজ্য থেকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকা হিসাব-বহির্ভূত নগদ উদ্ধার হয়েছে। ওই সময় কালে উদ্ধার হয়েছে ৪৭ কোটি টাকার মদ। যার পরিমাণ ১৯ লক্ষ ৩০ হাজার লিটারেরও বেশি। বুধবার তালিকা প্রকাশের আগে পর্যন্ত ৫,৪৬০ কিলোগ্রাম মাদক উদ্ধার হয়েছে রাজ্যে। যার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।

এ ছাড়া, ৩২ কোটি ৪৩ লক্ষ টাকার দামি ধাতু এবং ৪৩ কোটি ৯৪ লক্ষ টাকার উপঢৌকন উদ্ধার করা হয়েছে। এগুলি সবই হিসাব-বহির্ভূত। অন্যান্য হিসাব-বহির্ভূত সামগ্রী মিলিয়ে উদ্ধারের মোট আনুমানিক অঙ্ক প্রায় ২০৭ কোটি টাকা বলে কমিশনের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি জানাচ্ছে। ৩০৪টি বেআইনি আগ্নেয়াস্ত্র, ৩৫৭ রাউন্ড কার্তুজ, ২৮ কিলোগ্রামের বেশি বিস্ফোরক এবং ৮৪৮টি বোমা উদ্ধারের কথাও জানিয়েছে কমিশন।

Advertisement

ভোটের দিন ঘোষণার সময় নির্বাচন কমিশন জানিয়েছিল, অবাধ, স্বচ্ছ ভোট করানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হল চার ‘এম’— মাসল (পেশি), মানি (অর্থ), মিসইনফরমেশন (ভুয়ো তথ্য), এমসিসি (নির্বাচনী আচরণবিধি) লঙ্ঘন। সেই চ্যালেঞ্জের মোকাবিলায় প্রথম দিন থেকেই সক্রিয় পদক্ষেপ করছে কমিশন। বাজেয়াপ্ত করা হচ্ছে নগদ, মাদক, উপঢৌকন, দামি ধাতু। তাদের হয়ে এই কাজটি করে থাকে ইডি, আয়কর দফতর, রাজ্য পুলিশ, সিবিআই-সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনী, তদন্তকারী সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement