Foreign Investment

রাজ্যে জার্মান লগ্নি, চলছে কারখানার জন্য জমির খোঁজ

এই মুহূর্তে জমি চিহ্নিত করার কাজ চলছে। প্রাথমিক লগ্নির অঙ্ক ৫০-৬০ কোটি টাকা। বর্তমানে উইনস্ত্রোথ বেশ কয়েকটি ভারতীয় সংস্থার সঙ্গে জোট বেঁধে কাজ করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৭:১৮
Share:

শিল্পমন্ত্রী শশী পাঁজার উপস্থিতিতে এ কথা জানালেন সং‌স্থার প্রতিনিধিরা। —ফাইল চিত্র।

লগ্নির ডাকে সাড়া দিয়ে শীঘ্রই রাজ্যে কারখানা খোলার পরিকল্পনার করেছে জার্মানির ফার্নেস নির্মাতা উইনস্ত্রোথ জিএমবিএইচ। শুক্রবার এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী শশী পাঁজার উপস্থিতিতে সে কথা জানালেন সং‌স্থার প্রতিনিধিরা। এই মুহূর্তে জমি চিহ্নিত করার কাজ চলছে। প্রাথমিক লগ্নির অঙ্ক ৫০-৬০ কোটি টাকা। বর্তমানে উইনস্ত্রোথ বেশ কয়েকটি ভারতীয় সংস্থার সঙ্গে জোট বেঁধে কাজ করে। তবে তার মধ্যে পূর্বাঞ্চলের কেউ নেই। এশিয়ায় তাদের একমাত্র কারখানা শুধু চিনে। ফলে পশ্চিমবঙ্গেরটি হবে এশিয়ায় তাদের দ্বিতীয় ফার্নেস কারখানা।

Advertisement

উইনস্ত্রোথ-এর ভারতীয় শাখার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস মুখোপাধ্যায় জানান, রাজ্যের তরফে আবেদন করা হয়েছিল। তাতে সাড়া দিয়েই কারখানা খোলার জন্য জমি দেখা চলছে। ধূলাগড় কিংবা পানাগড় অথবা অন্য কোনও সরকারি শিল্পতালুকে ১৮০ বিঘা নেওয়া হবে। এখন সেই জমি চিহ্নিত করা হচ্ছে। তাঁর দাবি, জমি চিহ্নিত করার এক বছরের মধ্যে উৎপাদন শুরুর পরিকল্পনা সংস্থার। পশ্চিমবঙ্গের কারখানার জন্য প্রাথমিক ভাবে ৫০-৬০ কোটি টাকা ঢালা হবে। ইতিমধ্যেই নিউটাউনে ভারতে সংস্থার সদর দফতর খোলা হয়েছে।

এ দিন শশী বলেন, ‘‘এই জার্মান সংস্থা মহারাষ্ট্র, গুজরাতের মতো রাজ্যকে সরিয়ে রেখে বাংলায় দফতর খুলছে। এটা খুবই খুশির খবর। তবে জার্মানির অনেক সংস্থাই এখন এই রাজ্যে আসতে আগ্রহ দেখাচ্ছে, কেউ কেউ ধারাবাহিক ভাবে লগ্নি করছে।’’ তিনি জানান, ফার্নেস তৈরিতে উইনস্ত্রোথ বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা। ফলে তাদের পশ্চিমবঙ্গে কারখানা তৈরির সিদ্ধান্ত সামগ্রিক ভাবে শিল্পের পক্ষে অত্যন্ত ইতিবাচক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement