Lok Sabha Election 2024

বারাসত এবং মথুরাপুরের একটি করে বুথে সোমবার পুনরায় ভোট হবে, নির্দেশ দিল নির্বাচন কমিশন

দু’টি লোকসভা কেন্দ্রের একটি করে বুথে পুনরায় ভোট করানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সোমবার বারাসত এবং মথুরাপুর কেন্দ্রের একটি করে বুথে পুনর্নির্বাচন হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২৪ ২০:৪৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দু’টি লোকসভা কেন্দ্রের একটি করে বুথে পুনরায় ভোট করানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। সোমবার বারাসত এবং মথুরাপুর কেন্দ্রের একটি করে বুথে পুনর্নির্বাচন হবে।

Advertisement

বারাসত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপদ এফপি স্কুলের ৬১ নম্বর বুথে পুনর্নির্বাচন হবে। পুনরায় ভোট হবে মথুরাপুর কেন্দ্রের অন্তর্গত কাকদ্বীপ বিধানসভার আদ্দিরমহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠ এফপি স্কুলের ২৬ নম্বর বুথেও। সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বারাসত এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল গত শনিবার সপ্তম তথা শেষ দফায়। প্রসঙ্গত, ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারে কমিশন। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনে কমিশনকে এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়ার অধিকার দেওয়া হয়েছে।

Advertisement

রবিবার কমিশনের সচিব রাকেশ কুমার এই দুই লোকসভা কেন্দ্রের মোট দু’টি বুথে পুনর্নির্বাচন করানোর নির্দেশ দিয়ে চিঠি দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। সংশ্লিষ্ট এলাকার ভোটারদের পুনর্নির্বাচনের বিষয়ে অবহিত করারও নির্দেশ দিয়েছে কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement