Lok Sabha Election 2024

বিধিভঙ্গ খুঁজতে গিয়ে বিধি ভাঙলেন কমিশনেরই দূত? গাড়িতে তৃণমূল কর্মীরা, সঙ্গে দলীয় পতাকাও

নির্বাচনী বিধিভঙ্গ খুঁজতে বেরিয়ে কমিশনেরই দূতের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের তালিতগ্রামে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ২০:৫৯
Share:

কমিশনের গাড়িতে তৃণমূলের পতাকা! —নিজস্ব চিত্র।

এ বার বিধির গেরোয় খোদ নির্বাচন কমিশন? নির্বাচনী বিধিভঙ্গ খুঁজতে বেরিয়ে কমিশনেরই দূতের বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের তালিতগ্রামে।

Advertisement

শনিবার বর্ধমান-১ ব্লকের তালিতগ্রামে তৃণমূলের নির্বাচনী প্রচার ছিল। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজ়াদের সমর্থনে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক প্রচার করছিলেন। ভোটপ্রচারে বিধি মানা হচ্ছে কি না, তা দেখার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব জায়গায় ছবি তুলতে পাঠানো হয়। নিশীথের প্রচারেও সে রকমই এক দূত, অর্থাৎ চিত্রগ্রাহক পাঠানো হয়। গোল বাধে সেখানেই। অভিযোগ, শেখ আজিজ নামে ওই চিত্রগ্রাহক যে চারচাকা গাড়িতে করে তালিতগ্রামে গিয়েছিলেন, সেই গাড়িতে তৃণমূলের লোকেরাও ছিলেন। তাঁদের হাতে জোড়াফুলের পতাকাও ছিল।

বিষয়টি নিয়ে বিতর্ক হতেই আজিজের সাফাই, ‘‘আমরা যখন ভিডিয়োগ্রাফি করছিলাম, তখন ওঁরা (তৃণমূলের লোকেরা) গাড়িতে উঠে পড়েন। গাড়িতে তৃণমূলের পতাকাও বেঁধে দেন। এটা আমাদের ভুল হয়ে গিয়েছে।’’

Advertisement

এই ঘটনায় সরব হয়েছে বিজেপি। বিষয়টি তারা কমিশনকেও জানাবে বলে জানিয়েছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, ‘‘রাজ্য সরকারের কর্মীরা ভোটের কাজে যুক্ত আছেন। তারা বেশির ভাগই রাজ্য সরকারের দলদাস। এই ভাবে চললে সাধারণ মানুষের রায় ঠিক মতো প্রকাশ পাবে না। তাই আমরা কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’’ এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, ‘‘এটা সম্পূর্ণ মিথ্যা। এ রকম ঘটনা হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে কমিশন আছে, তারা দেখছে।’’

এ প্রসঙ্গে জেলাশাসক কে রাধিকা আইয়ার বলেন, ‘‘আমাদের কাছে অভিযোগ এলে আমরা খতিয়ে দেখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement