জলপাইগুড়িতে বাম প্রার্থীর প্রচারে মীনাক্ষী। নিজস্ব চিত্র।
তৃণমূল ও বিজেপির রাজনৈতিক নীতির কারণেই গোটা দেশ এবং পশ্চিমবঙ্গে কাজের সুযোগ নেই, দাবি সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের। কাজের দাবি সামনে রেখেই এ বারে লোকসভা ভোটের প্রচারে জোর দিচ্ছে বামেরা। শুক্রবার জলপাইগুড়ি শহরে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মণের সমর্থনে একাধিক প্রচার কর্মসূচিতে যোগ দেন মীনাক্ষী।
জলপাইগুড়ি শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে বাম ও কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে মিছিল বেরোয়। মিছিলে মীনাক্ষী ছাড়া, সিপিএমের ছাত্র-যুব ফ্রন্টের রাজ্য নেতৃত্বের পাশাপাশি, জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য ও জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত হাজির ছিলেন। মীনাক্ষীর দাবি, ‘‘কাজ দিতে চায় না বলেই দুর্নীতি করছে তৃণমূল ও বিজেপি।’’
ভোটের আগে কোটি কোটি টাকা, অস্ত্র ও প্রচুর পরিমাণে উপঢৌকন এই রাজ্যের পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে দাবি মীনাক্ষীর। তিনি আরও বলেন, ‘‘এ সব কারা আমদানি করছেন, অবিলম্বে তা নির্বাচন কমিশনকে দেখার দাবি জানাচ্ছি। পশ্চিমবঙ্গকে বারুদের স্তূপের উপর বসিয়ে তৃণমূল ও বিজেপিকে ভোট পরিচালনা করতে দেব না।’’ তৃণমূলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, ‘‘ভোটের মুখে মানুষকে ভুল বোঝাতেই সিপিএম-কংগ্রেস জোট বেঁধেছে। জলপাইগুড়ি লোকসভার ভোটজাতারা তৃণমূলকেই ভোট দেবেন।’’ বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর দাবি, ‘‘সিপিএম, কংগ্রেস ও তৃণমূলের কাজ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। জলপাইগুড়ি এ বারেও বিজেপি প্রার্থী জয়ন্ত রায়কে নির্বাচিত করবে।’’